Friday, December 25, 2015

আবার অগোছালো - Again Unkempt

Kolkata, 23-Dec-2015, 12:41 AM

আবার খুব অগোছালো লাগছে,
তোমাকে ছাড়া আমার জীবন যেমন লাগত
তোমাকে নিয়ে ভাবতাম,
কোনো কবিতাই লিখব না,
অথচ সেই তোমায় নিয়েই সর্বাধিক লেখা। 
আজ হঠাত ই তোমার শরীরের 
সুক্ষ কিছু কথা মনে পড়ে গেল। 
সেখান থেকে তোমাকে আমার ভালবাসার কথা,
কাঁদলাম ও সামান্য। 
মনে হল তোমার কাছে  ছুটে চলে গিয়ে,
তোমার বুকে মুখ লুকিয়ে কাঁদি। 

পরক্ষনেই তোমার সাথে আমার 
সারাজীবন থাকতে না পারার অপারগতা মনে এল। 
তখন বুঝলাম আসলে আমি আমার 
নিজের ভালবাসা দিতে না পারার অক্ষমতাকেই মিস করি,
তোমাকে নয়। 

Saturday, November 14, 2015

সমস্ত প্রাক্তনীদের বলছি - To my ex-es

Edmonton, 14-Nov-2015 2:02 AM 

যেখানে যেখানে ছেড়েছো আমায়,
আমি সেখানেই পড়ে আছি। 
তবু যদি দেখো এসে ফিরে,
পাবেনা সেথায় আমায়। 
খুঁজবে জানি আমাকেই,
তাই বলতে পারি হরফ করে,
পাবেনা সেথায় আমায়। 

তোমাদের সকলের শত-সহস্র ফারাক,
শুধু মিল একচিলতে,
না আমাতে নয়, আমার সততায়। 
যখন এগিয়েছি তোমাদের দিকে,
কখনও মনে করিনি সুযোগের কথা,
চেয়েছি নিজের ভিতরে যা আছে,
তা-ই তোমাদের যেন দেখাতে পারি। 
এই কাটাকুটির পৃথিবীতে অন্তত
একটা দান যেন সরল হয়। 

দানগুলো সরল ছিল,
তাই বোধ হয় তোমরাই সকলে জিতে গেলে,
আমি জিততেও চাইনি,
শুধু চেয়েছিলাম সততার দামটুকু পেতে,
তা-ও আজ তুই পেতে দিলি না। 
বা হয়ত সত্যিই সততার দাম-ই বুঝিয়ে দিলি। 

Friday, November 13, 2015

আবার আমি - Again Me

Edmonton, 13-Nov-2015 7:16 AM 

শেষবার লেখার সময় হিজিবিজি ছিল,
এখন বোধ হয় সভ্য হবে। 
আমাকে আমার কাছে ছোট করা,
সেটা তো খুব সহজ নয় -
তাও সেটাই আজ বড্ড বেশী করে মনে হচ্ছে,
নিজের সমস্ত যুক্তি বুকে নিয়েও। 

তোমার কাছে আমি জীবন চেয়েছিলাম,
তুমি শরীর দিয়েছিলে,
বিশ্বাস ছিল, জীবন আমি পাব এক কালে। 
পেলাম না, যা পেলাম,
নিজেকে আরো খারাপভাবে আবিষ্কার। 
বলতে পারো, সেটাও জীবন,
একটু অন্যভাবে হয়ত। 
কেউই এখন আর মানবে না,
তবে থাকতেই চেয়েছিলাম আমি,
তোমারই সাথে। 
অনেক স্বপ্ন-ও দেখেছিলাম আমি,
তোমাকেই নিয়ে। 
কিন্তু জানতাম সব সময়ই,
সে স্বপ্নের সীমানা শুধুই কল্পনায়,
তাও এক অলীক আশা ছিল। 

তোমার কি মনে আছে,
একবার রবীন্দ্রসদনে ছুট্টে
তোমার থেকে পালিয়ে এসছিলাম। 
এখানে এসে তোমার সাথে
শেষবার ছাড়াছাড়ির পর,
ঠিক সেই দৌড়ে বেরিয়ে আসার
অনুভূতিটাই হয়েছিল। 

তবু বিশ্বাস করো,
আমি থাকতেই চেয়েছিলাম,
তুমি বারবার ভুল করলেও আমি ক্ষমা করেছি,
তোমাকে নিতে চেয়েছি,
তোমারই মত করে,
কিন্তু চেয়েছিলাম, তুমি একটু পথ আসো। 
কেন আসলে না তুমি ?

আমার চোখে আমি অপরাধী নই,
আমার ভাবনাচিন্তা শুধু তোমার-ই জন্য ছিল,
আমি তোমাকেই শেষের সাথী করতে চেয়েছিলাম। 
যখন তোমার ঔদাসীন্য আর মেনে নিতে পারিনি,
তখনই যেতে বাধ্য হয়েছি। 
আমি বুঝেছি, তোমারও বোধ হয় কষ্ট হচ্ছে,
এত দুরের একটা মানুষের ইচ্ছের সঙ্গিনী হতে। 
তুমি বোধ হয় এখন ভালো আছ। 

আমিও ভালো থাকব,
তুই থাকলে আরো ভালো থাকতাম।
আমি অনেক চেয়েছিলাম, জানিস,
ওর সাথেই থাকতে। 
নিতান্তই অসহায়তায় বেরিয়ে আসা। 
তুই বুঝলি না,
হয়ত আর কেউই বুঝবে না। 
তবু ভালো আমাকে থাকতেই হবে। 
তবে আমার ভালো থাকার
সঙ্গীর আর প্রয়োজন নেই। 

Thursday, October 29, 2015

হারিয়েই যায় - Lost

Edmonton, 29-Oct-2015 2:36 AM 

রেখে গেল কত কিছু নীরবতার মাঝে,
সাঁঝবাতি, সকাল, এখনো তারা সাজে ?
ঝরে যায় অভিমান, মুঠো ভরা রাগ,
নেই কোন পিছুটান, নেই সংরাগ !
দেখেছিলাম কখনো দূর নদী পারে,
মাঝিরা সব কাজ সেরে, শেষে ঘরে ফেরে। 
যাযাবরের ঘর নেই, নেই কোনো তাড়া,
সে তাই জানেনা, কবে হবে ফেরা !
তার কথা হয়ত বা কারো মনে পড়ে,
কোনো রাতে তাকে নিয়ে লেখাপড়া করে। 
সকাল হতেই সে ব্যস্ততায় মাতে,
যাযাবর ঠাই নেয়, লুকনো পাতাতে ।
কোনদিন সেই খাতা হারিয়েই যায়,
যাযাবর ঘরে ফিরেও, ঘর নাহি পায় ।

Wednesday, October 21, 2015

তুই - You

Edmonton, 22-Oct-2015 12:04 AM 

প্রযুক্তির যুগের এই বোধ হয় প্রাপ্তি -
মনোযোগ দিয়ে বসে থাকা,
শুধু অপেক্ষা ।
কখন ইনবক্সে আসবে এক না-পড়া বার্তা ।
বারংবার একই লেখা পড়া,
ক্লান্ত হয়েও সেই লেখার মধ্যে
অন্য কোন ইঙ্গিতের খোঁজে
আবার সে লেখায় ডুব ।

কেটে গেল দিনটা এভাবেই,
কিছু কিছু দিন বোধ হয় এভাবেই কাটে ।
কিন্তু সেসব দিনেই আবার ভয় নেমে আসে,
ভয়টা নিজেকেই, তাই বোধ হয় চিন্তাও বেশি ।

নিজেকে যতটা চিনেছি,
তাতে নিজের কাছে নিজের অচেনা হতে,
সময় বেশি তো লাগে না ।
তবুও ইচ্ছে করে আশায় থাকতে -
সেই ভয়, সেই সংশয়,
হয়তো যাবে ধুয়ে-মুছে,
তোরই আশ্বাসে, তোরই ভরসায়,
তোরই বিশ্বাসে, তোরই সাহসিকতায় ।

Friday, October 16, 2015

আনন্দের গন্ধ - The smell of joy

Edmonton, 16-Oct-2015 1:23  PM 

গত কয়েক বছরে এই সময়টা
মোটামুটি এরকমই ।
কিন্তু চারপাশের উত্তেজনা-টা
উপেক্ষা করতে পারি না ।
একটা আলাদা গন্ধ,
একটা আলাদা চিত্রকল্প আছে
এই সময়টার ।
অনেক ভেবে দেখেছি,
আমার এই সময়টাকে ভাললাগা,
সকলের ভালোলাগাতেই লুকনো ।
এত মানুষের একসাথে সুখী থাকা,
তাদের সমস্ত দুঃখ ভুলে,
জীবনের যন্ত্রণা ভুলে,
পরিশ্রমের ক্লান্তি ভুলে,
ভবিষ্যতের অনিশ্চয়তা ভুলে -
তাকে কুর্নিশ জানাতেই হয় ।

এই সময়টা মানে আমার কাছে,
একরাশ নস্টালজিয়া ।
সেগুলোর কিছু কিছুতে ডুবে থাকতে বেশ লাগে,
আবার কিছু কিছু খুব আকর্ষণীয় নয় ।

খুব ছোটবেলায় গাড়ি ভাড়া হত,
সারাদিন হত ঘোরাঘুরি,
সাথে থাকত বাড়ির বড়রা,
রেস্টুরেন্টে মোগলাই-ও মনে পড়ে ।

একটু বড় হতে বন্ধুদের সাথে হেঁটে ঘোরা,
কল্লোলিনীকে চেনার সেই শুরু,
ভীষণ ভিতর থেকে, গভীরভাবে ।
রাতের শহরকে মায়াবী হতে দেখাও শুরু হল,
কখনও গাড়ির কাঁচের ভিতর থেকে,
কখনও অচেনা টেম্পোর পিছনে খোলা, দমকা হাওয়ায় ।

পরে হাত ধরে ঘুরেছি,
তখন এক দায়িত্ববোধ যেমন অনুভব করেছি,
তেমনি একরাশ মানুষের সামনে,
ঘনিষ্ঠতার পরশও ভাল লেগেছে ।

কিন্তু এসবের মাঝেও,
আমার কাছে যা সব থেকে প্রিয়,
সেটা ওই মেঠো গন্ধের,
আপাত জাঁকজমকহীন আড়ম্বরটাই ।
কিছু খারাপ মুহূর্ত থাকলেও,
আন্তরিকতা, একাকীত্বের মিশেলে
তা বোধ হয় তুলনারহিত ।
একটা বিকেলের বৈঠকি-সম আড্ডা,
মায়ের সাথে মামার আর আমার গান,
রাতে বড়দের তাস খেলা,
এবং পরের বছরগুলিতে আমাদের সেখানে যোগদান,
অন্ধকার রাস্তা পেরিয়ে আলোর মণ্ডপে পৌঁছানো, 
দুপুরে সকলে একসাথে টেবিলে, এবং
বড় মামার সেই সময় ফিরে আসা,
অন্য গ্রামে ভ্যানে করে যাওয়া, আর
যাওয়ার মাঝে জোনাকির আওয়াজের সাথে,
জেনেরেটরের শব্দের এক মেলবন্ধন -
নাহ, আমার কাছে আনন্দ এই,
তার গন্ধও এই ।

আমার জীবনে পুজো হয়ত বড় কিছু নয়,
কিন্তু তার এই গন্ধগুলো,
আর তার সাথে জড়িয়ে থাকা মুহূর্তের আনন্দগুলো,
এগুলোই হয়ত বলে যায়,
ফিরতে আমাকে হবেই । 

Friday, October 09, 2015

শ্রেয়ক ১ - The Masculine Betterment 1

Edmonton, 9-Oct-2015 5:49  PM 


ছেলেটার পাড়ায় নামডাক ছিল ।
আমরা তাকে শ্রেয়ক বলতাম ।
পাড়ার চারপাশের বন্ধুবান্ধব, আত্মীয়
তাঁকে ভালবাসা আর সম্মান - দুই-ই দিত ।
তবে সেটা ছেলেটার ভাল করেছিল না খারাপ,
তা বোধ হয় সময়ই বলবে !

ছেলেটা বাইরে একদিন এক নীল গাছ দেখল ।
আগে সে কোনদিন দেখেনি গাছ ।
অবাক হল, কিন্তু মেনে নিল,
গাছ নীল-ই হয় ।
পড়াশোনার সূত্রে সে গোবরডাঙ্গায় এল,
এখানে আবার গাছের নতুন এক রঙ দেখল - গোলাপি ।
সে ভাবল, গাছ বুঝি দুই প্রকারের ।
এতদিনে সে বড় হয়েছে, তার মন পরিণত,
সে মন নিয়ে, নতুন কিছু মেনে নেওয়া বড় কঠিন ।

একদিন তার বন্ধুরা তাকে নিয়ে বেড়াতে গেল,
সেখানে আবার এক নতুন রঙের গাছ পেল সে।
তার বন্ধুরা বলল, "দেখ কি সুন্দর লাল রঙের দেখতে",
শ্রেয়ক তা মানতে চায় না ।
নাহ, এ গাছ গোলাপি তার কাছে ।
তার মনের জানলাগুলো যে সব বন্ধ ।

এরপরে সে বাড়ি ফিরে কবিতা লিখছিল,
উদাস হয়ে জানালার দিকে তাকিয়ে ।
হঠাৎ দুরে দেখতে পেল এক সবুজ রঙের গাছ ।
বুঝতে পারল রঙ-টা সবুজ ।
মন মানছে, কিন্তু তার মস্তিষ্ক মানতে পারছে না।
সে ভাবছে গাছের রঙ নীল,
কারণ তার অভিধানে গাছের তো দুই প্রকার !

এই গল্পকবিতা অসম্পূর্ণ,
হয়ত শ্রেয়ক কোনদিনও বুঝবে যে,
তাদের পৃথিবীতে প্রত্যেক গাছই আলাদা,
অথবা হয়ত সম্পূর্ণ সুস্থ দুটি চোখ নিয়েও,
শ্রেয়কের অন্ধত্ব-দশা চলতেই থাকবে ।
গাছেদের আক্ষেপ নিজেদের কাছে 
তারা তাদের রঙ মেলে,
উদ্ভাসিত হতে পারল না শ্রেয়কের মত মানুষের কাছে।
তবে গাছেদের রঙ তো প্রকাশে,
প্রকাশের উপলব্ধিতে নয় - এটাই তাদের বাঁচার রসদ ।


একা থাকা - Living Alone

Edmonton, 9-Oct-2015 5:26 PM 

কাকে বলে একা থাকা ?
কাকে বলে দোকা ?
তোমার বাড়ির জানালায় 
যদি আমার মন পড়ে' থাকে,
তোমারই অজান্তে,
তুমি কি তবে পারবে জানতে,
তুমি একা না আমি ?

তোমার ওপর একটা পর্দা,
আমার ওপর অন্য রঙ -
দুটো আচ্ছাদন কি পেরনো সহজ এতই ?
আমার স্বচ্ছতা হয়ত প্রকাশ পেত,
তোমারই আন্তরিকতায় ।
কিন্তু সব সম্ভাবনা তো বাস্তব হয় না,
কল্পনা তো আরই নয় ।

তুমি করে যেও অভিনয়,
পর্দার ওপার থেকে,
যতদিন না কোন রক্তমাংসের নায়ক,
তোমাকে উদ্ধার করছে ।
আমি আশা করবো সে সময় দীর্ঘায়িত হবে না,
কারণ তোমার অস্বস্তি, কষ্ট -
তা তুমি যতই আড়াল করো -
এগুলো তো প্রশমিত হবে ।
ওষুধ না হয় না-ই বা হলাম,
প্রার্থনাই সই ।

উষ্ণতাই শ্রেয়

Edmonton, 21-Sep-2015 4:15 PM 

শীতলতা এখন অভ্যেস,
আলাদা করে প্রভাব ফেলে না ।
তবু আমার দেহ-মন তো উষ্ণ পরিবেশেরই !
এক পরিপাটি উষ্ণতা দেখেও 
কি তবে তার কাছে আমার ধরা দেওয়া উচিত নয়, 
স্রেফ নতুন, শীতল অভ্যেসের বশে ? 
জানি, এই নতুন অভ্যেসের জন্যই 
হয়ত উষ্ণতা আমাকে আপন করবে না । 
হয়ত দেহ মেনে নেবে না, 
হয়ত মনের অসুখ হবে, 
হয়ত অনেক বিপত্তি আসবে । 
তবে সেই সব হাজারও বিপন্নতা পেরিয়ে 
যদি সেই আবহাওয়ার সাথে অন্তরলীন হওয়া যায়, 
সেটাই তো জীবনের সার্থকতা । 
তাই অপেক্ষাতে থাকাই তবু শ্রেয় | 
উষ্ণ আবেশের বশবর্তী হওয়ার আকাঙ্খাটা-টুকু রাখা যায়। 
যদি কখনো উষ্ণতার 
একটুকরো শীতল পৃথিবীর খোঁজ পড়ে !

Wednesday, September 30, 2015

আমার প্রাক্তন - My Ex

Edmonton, 30-Sep-2015 9:26 PM 

তোমাকে নিয়ে ভেবেছিলাম কোন কিছু লিখব না,
তুমি আমার কবিতার যোগ্য নও ।
অনেকে বলে প্রাক্তনকে নিয়ে কবিতা লেখা
নাকি তাঁকে এখনও ভালোবাসার ইঙ্গিত,
তাঁকে এখনও ভালোলাগার ইঙ্গিত ।
কিন্তু আর যে কিছুই অবশিষ্ট নেই,
কিছু থাকার ছিলও না ।
যেটুকু আছে, ওই অনুভূতিটুকু না থাকলে,
নিজেকে মানুষ বলি কিভাবে !
তাই তোমাকে নিয়ে লিখব,
অনেকবার লিখব ।
সুনীলবাবুর নীরা ছিলেন,
তুমি আমার নীরা নও,
কিন্তু প্রাক্তন তো, 
মানে আমার-ই পূর্ব সত্তার ভালবাসা ।
তাঁকে ভুলে যাব ?
মানে নিজের এক অংশকেও ?
নিজেকে এতটা অস্বীকার করার মত ভীরুতা দেখাতে
জীবন তো শেখায়নি ।

Sunday, August 30, 2015

গোলাপি রঙের মাফলার - The pink scarf

Edmonton, 30-Aug-2015 3:27 PM 

স্নিগ্ধতার অন্যরকম সংজ্ঞা দেখলাম ।
গোলাপি রঙটার যে স্নিগ্ধ সংস্করণ হয়,
তোমাকে তা জড়িয়ে ছিল ।
তোমার মুখে বুদ্ধির দীপ্তি,
তোমার চোখে আত্মম্ভরিতা,
তোমার চলায় সাধারণ ছন্দ ।
তুমি কি সবার থেকে আলাদা ?
নাকি ঠিক সবার মত, তাই সবার থেকে আলাদা ?

তুমি চোখের আড়াল হলে,
কিন্তু মন যখন আয়না হয়,
তখন আলোর কি সাধ্য থাকে
কাউকে অদৃশ্য করার ?

তোমাকে খুঁজলাম জলকেলিতে,
তোমাকে খুঁজলাম ক্লান্ত পথে,
তুমি কি ব্যাস্ত ছিলে
নিজের মনের আগলের পাড়ে ?

জানি তোমাকে পাওয়া যায় না,
জানি তোমাদের পাওয়া যায় না ।
আমরা এভাবেই থাকি, মনের মানুষ মনে থাকে ।
শুধু দিন চলে যায়, কাজ শেষ হয়, সভ্যতা এগোয়,
কোন কোন দৃষ্টিভঙ্গিতে আমরাও অনেক এগোই ।
কিন্তু তোমাদের ছুঁতে পারি না ।
এভাবেই মৃত্যু আসে, জীবনের অবকাশে ।

Friday, August 28, 2015

আর কি কিছুই বাকি আছে ? - Is there anything left

Edmonton, 28-Aug-2015 8:37 PM 

ভুলে যাও,
আর কি কিছুই বাকি আছে ?
আমিও তো নেই আর,
তোমাদের কাছে ।
সবকিছু ছেড়ে ফেলে চলে এসেছি ।
কিছু কথা বাকি নেই ।
নিস্তব্ধতা - আমার জীবন সঙ্গী,
কেউ নেই আর পাশে ।
তোমাদের কি মনে হয়,
তোমাদের কেউ নেই ?
দুঃখ বোধ হয় ফিকে হয়ে যায় ।
তাই তো স্বাভাবিক সময়ের ঔষধে ।

নতুন পরিচয় যদি পাই,
তাই লিখব ।
আর বোধ হয় পুরনোরা রইল না ।

Friday, July 03, 2015

উপযুক্ততা - Compatibility

Edmonton, 3-Jul-2015 6:24 PM 

বিদ্রোহ করতে পারি, সমগ্র মহাকাশের বিরুদ্ধে,
যদি মিলে যায় equation ।

কিন্তু উত্তর জেনে গেছি, তাই বুঝি :
এই সমাধান আমার জন্য নয় ।

আমি বুঝি, আমার মস্তিষ্ক বোঝে,
এই বয়সে আমার হৃদয়-ও বোঝে,
কিন্তু বোঝে না একজনই ।

যাকে ছোটবেলা থেকে অজান্তেই পালন করেছি,
মন, হৃদয়, মস্তিষ্ক - কেউ প্রভাব ফেলেনি যার ওপর,
ওকে বোঝাব কি করে !

যার কাছে, এক সতেজ বাতাস,
মানে তোমার হাসি ।
যার কাছে, এক পশলা বৃষ্টি,
মানে তোমার স্নানের পরে স্নিগ্ধতা ।
ঘুম ভাঙ্গানো পাখির ডাকের অর্থ,
সকালের "তুমি কেমন আছ " !
আবার আধো-অন্ধকার বিকেল মানে,
তোমার উদ্বেগে আমার সাড়া ।

ও বুঝবে না, তাও চেষ্টা করছি ।
কোনদিন কোন স্পৃশ্য আঘাতে হয়ত
আমার অন্য সত্তাগুলোর মতই
বাস্তবে ফিরবে !

Wednesday, July 01, 2015

নতুন নিয়ম - New Custom

Edmonton, 1-Jul-2015 10:52 PM 

তোমার বুঝি সন্ধ্যে-আষাঢ়, দুপুরে মেঘ কালো,
কেন এমন দিন বলো তো ? হাওয়া এলোমেলো ।

কেন এমন বাতাস বয়, কেন উদাস ছবি,
তোমার তো কোন হুঁশ থাকে না, নীরব মানবী ।

আমার যেন জটিল জীবন, সবুজ মত মন,
জানতে চেয়ো, বলব তবে, অপেক্ষা এখন ।

কি প্রশ্ন, কোন উত্তর, ভাবা যাবে পরে,
তাড়া কিসের, এখনও তো ডাকোনি আমারে |

তবে এবার বলে রাখি, অন্যরকম টান,
বহুবছর হয়নি এমন, যদিও সন্দিহান ।

Monday, June 08, 2015

তোমার কি আর সময় হবে? - Will you get any more time?

Edmonton, 8-Jun-2015 6:21 PM 

তোমার তিলোত্তমা ছাড়ার সময় হল,
মনে থাকবে গড়ের  মাঠ?
মনে থাকবে সাউথ সিটি?
মনে থাকবে গঙ্গা পেরিয়ে,
এক পাল স্বপ্নকে বিসর্জন দেওয়া?

তুমি কেবলই উদ্দ্যশ্যহীন জীবনযাত্রা;
নদীতে কি নাইতে যাবে আর ?
দেওয়াল ঘড়ি খুলে রাখতে পারো,
দীর্ঘ ছায়া জানলা দিয়ে দেখো।

একজন-ও কি মনের সাথী আছে?
খেলার সাথী বার বার-ই তো আসে,
হাজার রাশি ফুরিয়ে এলো তবে,
তোমায় এবার ছেড়ে যেতেই হল ।

Friday, March 20, 2015

দু' কলম - Few lines

20th Mar'15 11:34 A.M, Edmonton, Canada

তোমার মন খারাপের সময় হলে আমার কাছে আসো,
রোদ-বিকেলের তেজ ফুরোলে আমার ছায়ায় বসো |
রাতের নেশা ওই আকাশে সূর্য হয়ে এলে,
আমায় ডেকে আমার মনের গল্প ভালবেসো |

তোমার নিজের প্রতি চর্যা শেষে দু'চোখ তুলে দেখো,
আকাশ-পানে তাকিয়ে থেকে গন্ধ নিতে শিখো,
শপিং মলের কৃত্তিমতা নাইবা পেতে পারো,
সরলরেখায় নিজেকে চেনার রাস্তাটাকে রেখো |

Sunday, March 08, 2015

তোমার হাতে রক্ত দেখবো - Blood in your hands

8th Mar'15 01:34 A.M, Edmonton, Canada

রক্ত দেখাও আমায়,
তোমার হাতে দেখতে চাই সে রক্ত |
আমাকে মারো,
মেরে ছিন্নভিন্ন করে দাও,
বেঁচে থাকার অধিকার আর নেই ।
মানুষের যে নূন্যতম মূল্য,
সেটুকুও নিশ্চিত করতে পারিনি
এত বছর ধরে এ পৃথিবীতে ।
বিভাজন করে গেছি
হাজারো কারণে, মননে, চিন্তায় ;
কিন্তু মানুষের মনুষ্যত্বের
ভিত্তিটাই সকলের কাছে হারিয়ে গেল ।
পণ্য, সামগ্রীর সাথে
কোনো রকম পার্থক্য রইলো না আমাদের ।
নিজেদের আচরণকে পাশবিক বলা -
এ বোধ হয় অত্যুক্তি হবে ;
পশুরা এর থেকে ঢের বেশি মানবিক ।

এর উলটপুরান ঘটাতে পারে রক্তই ।
জেগে ওঠ,
ছারখার করে দাও
মানবের এই কৃত্তিম মানবিক পরিশীলন ।
তোমার দেহের রক্তে যে রং,
আমার দেহে তা মানায় না,
ওই লালের উত্তরাধিকার আমার নয় ।
বর্ণহীন করো আমায় ।
তোমার হাতে রক্ত দেখবো,
তবেই যদি আজ শান্তি নামে ।

Sunday, February 22, 2015

চিত্রকল্প - Imagery

22nd Feb'15 07:26 P.M, Edmonton, Canada

একটা চিত্রকল্প রচনা করবো |
দিনের কিনারে শেষ হয়ে যাবে না,
চিরন্তন |
মনের মাঝে ব্যাথা হয়েও থাকবে না,
মেদহীন |

পড়ন্ত বিকেল তো বারবার-ই দেখি,
পার্থক্য করতে পারি না |
ওরা বোধ হয় পারত |
আমাকে সকালে উঠে সসেজ খেতে হয়,
ওদের থাকে মাঠের চিন্তা, খেতের ঘাম |
জমিন - আসমানে যদি ফারাক করাই,
পার্থক্য আরও সুস্পষ্ট |
আসমানের কোন গন্ধ নেই,
শুধুই দিগন্ত |
জমির কাছে দুই-ই আছে |
এই সহজ সত্যিটাও কিন্তু
সবুজ মাঠের কাছেই রাখা থাকে ; 
কিন্তু সকলের কাছে তা ধরা দেয় না,
যদিও সঙ্গতভাবেই  |
যে মানুষটা দাঁড়িয়ে আছে,
নীল খোলা আকাশের নিচে,
চারপাশে ধান-জমি ;
তার কিন্তু উপলব্ধি করার ক্ষমতা নেই,
সেই সহজ সত্যিটার |
তার কাছে সেই আকাশের মুক্তি,
আর ভেজা মাটির গন্ধ,
দুইয়ে মিলেই মুহূর্ত |

গোধূলিবেলার সূর্যকে যতই দেখি,
বলতে ইচ্ছে করে,
নিয়ে চল আমায় সঙ্গে করে,
তোমার তো রোজের আসা যাওয়া |
এই একই আকাশও তো সাক্ষী,
ওই সবুজ মাঠের কিংবা এই শুভ্র বিস্ময়ের |
কেউ শোনে না কথা আমার |
শুধু দুঃখ করে গাছগুলো |
বে-রঙ্গিন হয়ে সমব্যাথি হয় আমার |
ওদেরও বোঝাতে পারি না আমি,
চারিপাশের শুভ্র বৈধব্যের সাথে
ওদের এই শোকজ্ঞাপণ
আরও স্থবির করে আমায় |

যেদিন থেকে ছন্দে লেখা ছাড়লাম,
চিত্রকল্প বোধ হয় হারিয়ে গেল |
গদ্যরুপে পৃথিবী আমায় ধরা দিচ্ছে |
চিত্রকল্প তাই অপুর জন্যই থাক !