Saturday, October 13, 2012

Ebar Tobe Asi - এবার তবে আসি

3rd Oct'12 - 2:30 A.M
 
মেঘের দিনে যে ক্ষণে সবুজ ছিল বাতাস,
মরুভুমির চোরাবালিতে রুদ্ধ সে নিঃশ্বাস |

যে আদরে কখনও ছিল সর্বনাশের ছোঁয়া,
কবিতা হয়ে ফুরিয়ে গেছে অশরীরী কায়া |

আলো জুড়ে, তোমার ছটা,
দিনের কোলে, স্মৃতির ছায়া;
মনের ভাঁজে, তোমার গন্ধ ভাসে |

থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |

যে হাতে, ছন্দ সাথে, পেনের কালি পড়ত,
সেই শিরাতে, কোনো পীড়াতে, নীলে নীল ক্ষত |

দিনের আলোয়, নিজের বড় অচেনা ঠেকে,
রাতের নেশায় ফিরে আসে দংশিত বিবেকে |

অন্ধকারে দৃষ্টি রাখা;
তোমার চোখে আকাশ আঁকা;
সেই আকাশই, জলছবি হয়ে থাকে |

থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |

অনেক তো হলো ভালোবাসাবাসি,
ছেড়ে দাও, এবার তবে আসি !

Thursday, October 04, 2012

'ভাল'বাসা

3rd Oct'12 - 1.45 A.M

তুমি বলতে, ভালবাসা, রাতের আশা,
মেঘ-পরীদের ডানা মেলে,
ভিন-জগতে সুপ্ত বাসা |

আমি একটু অন্যরকম, গরম-নরম;
মন কেমনে হারিয়ে গিয়ে,
দিবাস্বপ্নে রাত্রি-যাপন |

সে স্বপনে বাঁধন ছেড়েই বাঁধন খোঁজা;
শব্দ নিয়ে ঘরে ফিরে,
চার দেওয়ালে সুখী বাঁচা |

দু-এক চামচ রোমাঞ্চ, সৃষ্টিসুখ,
মধ্যবিত্ত দুনিয়া ছেড়ে,
অনেকগুলো অচেনা মুখ |

ভেবেছিলাম, সেই ভিড়েই, লুকিয়ে;
তোমার বাসা যত্নে আছে,
স্বপ্নগুলো সাজিয়ে |

বাসা ছিল, যত্ন ছিল, তবু;
স্বপ্নগুলো কোথায় যেন,
অস্বস্তিতে কাবু |

ভিন জগতে নরম মেঘ মেখে,
স্বপ্ন গুলো সুপ্ত বাসায়,
চোখেতে জল আঁকে |

তারপরে ভাসিয়ে দিলাম, নৌকা করে;
কোথায় যায়, হাত বাড়ায়;
রাতের তারায় ভরসা বাড়ে |

আর কান্না আসে না এ বুকে,
শেষ গ্রীষ্মে ছড়িয়ে ছিটিয়ে গেছে,
এদিকে সেদিকে |

Thursday, September 20, 2012

সবুজ যে মরীচিকা

21st Sept'12 - 2.30 A.M

একা কোন বসতিতে বিলাসিত ঘরে,
তোমাকে সে নিয়ে যায় টেনে কতদূরে !
একলার আকাশ যেন একলাই থাকে,
ফেলে আসা গন্ধর পিছুটান মাখে |
আশা আর নিরাশা ছেঁড়া পকেটে,
পড়ে গিয়ে, জমা আছে ফ্যাকাশে মলাটে |
দিন যায়, রাত আসে; ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে,
হলদেটে আলোতে বায়ু-জল শুকায়ে ;
তার সাথে মিশে যায় ধুলোদের গান,
স্মৃতিরা ফিরে পায় মৃত এক প্রাণ |
অধরাকে ধরা রাখে মনের কুঠুরি,
সে কথাই বলে যায় ডিজিটাল মেমরি !
তবু এই বিলাসিত দশতলা বাড়ি,
কোনোখানে ছুঁয়ে যায় সবুজের সারি...

Tuesday, May 08, 2012

অস্তিত্ব - Existence

আকাশে কৃষ্ণচূড়া দোলে,
বাতাস মাথা রাখে কোলে,
কিন্তু অন্য কোন্দলে,
বসন্তে ঝরাপাতা ওড়ে,
তখনো রাখবো তোমায় মুড়ে,
একে তো বিশ্বাস বলে, শহরে!

সঙ্গী ছিল এলোমেলো কথা,
ঢেকে দিত সব ব্যর্থতা,
মূল্যায়নে একচোখামি মিষ্টতা,
আত্মবিশ্বাসে আসা উচ্চতা !

তবু মানুষ কিন্তু ভিতু,
তাই একলা মানেই মৃত্যু,
কিছু অভিনেতা সঙ্গে নিয়ে,
নাটক একটু একটু |

মঞ্চে যবনিকা পতন,
আলোর মাঝে কালো তখন,
সহ-অভিনেতার মরণ,
হয়ে মানুষ আবার খোঁজে,
কোনো অন্য মঞ্চে সেজে,
স্বপ্ন শুধু স্বপ্ন খোঁজে !

To be continued...

Saturday, April 28, 2012

জীবন নাকি অঙ্ক!! - Life as Mathematics!!

একটা অঙ্ক করতে করতে হঠাৎ একটা হোঁচট,
সঙ্গে সঙ্গে বইয়ের পাতা হাতরাই,
একটা ফর্মুলা খুঁজে পাই,
ব্যাস কেল্লাফতে !
আমি নাকি অঙ্ক শিখে ফেললাম...

লোকে বলে, অঙ্কটা নাকি বুদ্ধিমানদের জমিদারি,
তাহলে আমি বেশ Intellectual,
যেখানে সবার অবস্থা বেহাল,
সেখানে দেখছি আমার চোখ-রাঙানি !
আমি এখন বুদ্ধিজীবি হওয়া শিখলাম...

ছোটবেলা দিদা বলতো জীবন নাকি অঙ্ক,
আমি তো রাজা সে সমাধানে,
এবার কে আটকাবে আমায় কে জানে,
জীবনে না চাই কারো সঙ্গ,
জীবনমুখীর সংজ্ঞা কোথায় জানতে চাইলাম !

শৌখিনতায় লনে চমক দেবে মার্সিডিজ,
ঠান্ডা বাতাস প্রত্যেক ঘরে ঘরে,
প্রেমের উত্তাপে থাকবে মন ভরে,
খাবার টেবিলে রংবাহারী সসেজ,
বিলাসকেই তো জীবন বলে জানলাম...

সময় যখন ভীসনভাবে একপেশে,
লুটে নিই সুযোগের ফায়দা,
Popularity-র একটুখানি কায়দা,
নিরপেক্ষতা বড্ড সর্বনেশে,
Class-Struggle-এ "জিতবো" বলেই লড়লাম...

আকাশে হঠাৎ অন্য মেঘের রেখা,
আসতে পারে অন্যরকম ঢেউ,
অঙ্ক বলে পাশে থাকবে না কেউ,
ঋণাত্বক ছোটবেলাতেই শেখা,
পাল্টে গিয়ে অন্য পথে চললাম...

হঠাৎ আবার সিঁদুরে মেঘ ঝরে,
ফর্মুলার নেই কান্ডজ্ঞান,
জীবন সেখানে বড় বেমানান,
জীবনে যে নাটক করে,
তাকেই আমি Actor নাম দিলাম...

অঙ্ক চলে আপন মনে নিজের ধাঁধায়,
জটিলতারও সরলীকরণ হয়,
জীবন ঠিক উল্টো খোঁজ পায়,
সহজকে বাঁধে জটিল কোনো বাঁধায়,
জীবনে জুড়ে নতুন অঙ্ক করলাম...

বন্ধু - Friend

ঘরের বাইরে অন্ধকার রেলিংটা,
একটা নাম-না-জানা-পাখি,
অসময়ে মন-বেবাগী,
অজান্তেই ভিড়লো খেয়ালটা !

যদি মুছে যায় দুরন্ত সময়,
থমকায় আজকের কাঁটা,
থাকে সবুজে আঁকা পাতা,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

হাতে রঙিন বিলাস ধরা পড়ুক,
তবু চোখে ঘনায় কালোছায়া,
সবই ধুসর মনে মায়া,
স্মৃতিরা পিছুটানে বেঁচে থাকুক..

কিছু বাঁধভাঙ্গা উদ্দীপনা,
তারই মাঝে কিছু হারানো কবি,
আর ফেলে আসা ছায়াছবি,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

বন্ধু কাছে এস,
থেকে দূরের দেশেও,
ঠিক আগের মতই,
তুমি ভালোবেসো !

বন্ধু দেখো ফিরে,
থাকো যতই দূরে,
বুকে সুরটা নিয়ে,
জানি ফিরবে ছেড়ে !

ওই দেখো পুবের দিকে চেয়ে,
কি অমলিন সুবাতাস,
ও যে তোমারই পূর্বাভাস,
জানি আসবে তুমি সব সয়ে !

এই গানটা তোমায় কখনও,
দেবে আমাদের সন্ধান,
বন্ধুত্বের কলতান,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু কাছে এস,
থেকে দূরের দেশেও,
ঠিক আগের মতই,
তুমি ভালোবেসো !

বন্ধু দেখো ফিরে,
থাকো যতই দূরে,
বুকে সুরটা নিয়ে,
জানি ফিরবে ছেড়ে !

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

Thursday, April 26, 2012

সকালবেলার গান - Song of morning


আমার সকাল উঠলে, পাশবালিশে
রোদের স্রোত...
তোমায় নিয়েই ভাবছি, আবার হব নিখোঁজ |

আমার সকাল উঠলে, পাশবালিশে
রোদের স্রোত...
তোমায় নিয়েই ভাবছি আবার, আমি হব নিখোঁজ |

জীবনের যত, জটিল-কুটিল
মিথ্যেগুলো,
বেডকভারের মসৃণতা পালিয়ে গেল |

মিথ্যেটাকেই শান দিতে,
চমকে ওঠা,
ঘড়ির মুখে মুখাগ্নিতেই শেষ, ভোরটা |

এবার তোমায় ছাড়তে হবে রাজতোরণ,
মিঠে লাগুক রেডিওর কোনো উপস্থাপন,
ভাবনা গুলো যতই করুক অন্তঃক্ষরণ,
প্রলেপ লাগাও, মোমবাতি দিয়ে আস্তরণ !!

দিনমানের সুরটা বাঁধে,
সুর্য লাল,
হলদে হয়ে কাটছে যে তার মায়ার জাল |

পাখির ডাকে মিশেল হত,
মৃদু কল্প,
সেই হাসিটা কনক্রিটে আজ অল্প অল্প !!

কৃষ্ণচুড়ার রাঙা ফুল গুলো ঝড়বে এখন,
দোলার মত সময় নেই, মাতিয়ে মন |
রোমাঞ্চকর কোষগুলোর শেষ অভিযান,
D-Major-এ লিখে ফেললাম সকালবেলার গান |

Tuesday, April 24, 2012

তুমি বিপ্লব-ও হতে পারো - You might be revolution

জীবনের কত এদিক-ওদিক, নুন-আনতে-পান্তা,
কেটে যায় ঠিক দেখতে দেখতে ২৪টা ঘন্টা !

সেলফোনটার আলসেমিতে গীটারের ব্যস্ততা..
জানলাটা এসে একলা বলে হারানো মুখরতা...

চেষ্টা করেছি লিখতে অন্য গান,
পারছিনা তবু বাঁধতে সেই তান...
মনের মাঝে ঢেউ তুলে আসে বান,
ঢেউ-এর জলেও খুঁজছি তোমার নাম..

একলা আমি একলা হচ্ছি, সুমনের গান সাথে,
জীবনমুখী সত্বা নিয়েও, প্রেমিকার হাতে হাতে...

সময়টা বড় বেয়াড়া, সে যে মানছে না কোন রাশ,
মগজে ঘোরে বিস্ফোরণটা, অন্য ক্যালকুলাস !

হচ্ছেনা কিছু, হচ্ছেনা বিষপান..
হচ্ছেনা সেই "অন্য" একটা গান...
সুখ, বড্ড সুখের তিক্তস্নান,
অল্প সুখেই ফুলশয্যায় স্থান !!!

রাজনীতিটা ভালই বুঝি, সবুজ কিংবা লাল,
তবুও গানে তোমায় খুঁজি, দখিন হাওয়ায় পাল...

অকর্মন্য রোগে রুগী, মনখারাপি মন,
সুস্থ হলে "অন্য" গল্প, দিলাম মুক্তিপণ !!

হচ্ছেনা কিছু, হচ্ছেনা বিষপান..
সত্যি-ই, হচ্ছেনা সেই "অন্য" একটা গান...
সুখ, বড্ড সুখের তিক্তস্নান,
একটু সুখেই অনেক সুখের স্থান !!!

চেষ্টা করেছি লিখতে অন্য গান,
পারছিনা তবু বাঁধতে সেই তান...
মনের মাঝে ঢেউ তুলে আসে বান,
ঢেউ-এর জলেও খুঁজছি তোমার নাম..

Saturday, April 21, 2012

আমার কবিতা - My poems

কবিতা মানেই আমার কাছে ছন্দ,
সে ছন্দ শব্দে হোক বা মননে,
ভাবনায় হোক বা জীবনে !
সে যেন আবেগকে কাছে টানে...

আমার কবিতা তুমি পছন্দ করতে পারো,
কিংবা করতে পারো উপেক্ষা,
কে চায় তোমার প্রশংসা-ভিক্ষা !
কবিতা লিখে নিজেকে তো দিই শিক্ষা !!!

সেই শিক্ষার আবার করবে তুমি বিচার,
তোমার ঘাড়ে আছে কটা মাথা,
শিক্ষার আবার কাব্য-উৎকৃষ্টতা !
প্রলাপ বোকো না, সেটা ধৃষ্টতা !!

কবিতার সাথে Conspiracy-তে সময়কে যখন খাচ্ছি,
মগজে মিলেছে Poetic License,
হৃদয়ে আছে আবেগের ভাবাবেশ,
তাই দিয়েই হার্ড-ডিস্কটা করছি শেষ...

আমাকে চিনতে গেলে কবিতাগুলোও চাই,
নিজের জন্য কবিতা লিখি,
নিজেকে আমি দিইনা ফাঁকি,
তোমার কথাও ভেবে দেখি...

কিন্তু যদি আমার সাথে থাকো তুমি!

Friday, April 20, 2012

আদরে আর চুপকথায় - In love and whispers

মাঝে মাঝে মন মাঝরাতে,
ঠিক দেখে ফেলে নিজেকে...
যতই বন্দী রাখতে চাই,
চেনা চেনা মুখোশের আড়ালকে...

যত দূরে গেছি তোর থেকে,
ঘর বেঁধেছিস এই বুকে..
তোকে হারিয়ে ফেলতে চেয়েও,
এসে দাঁড়াই সাঁঝবাতির চৌকাঠে...

আয়নার মুখোমুখি না-দাঁড়ানোটা আজ অভ্যেস,
ইচ্ছেগুলো শুধু ফেলে গেছে তাদের অবশেষ !
খেয়াল রাখিনি আমি...

আদরে আর চুপকথায়,
তুই থাকবি মনখেয়ায় !
চেনা কোন উষ্ণতায়,
কিংবা আলতো স্নিগ্ধতায় !

Tuesday, March 13, 2012

'ভাল' থাকুক 'মন' - Wish you well, Mon

মাঝরাতে ভেঙে যাওয়া ঘুম নিজেকে একা ভাবে,
ফিকে হয়ে যাওয়া চিন্তারা যেন আবার জাগে |

এক ঝাপটায় সবকিছু এসে টান মেরে ফেলে |
উড়ো চিঠি, তার নিজের, অমোঘ মায়াভরা জালে |

আধ-ঘন্টা আগে আসা সে বার্তা আদপে কিন্তু নিরীহ,
এমন কিছুই ছিল না সাথে, যাতে জন্মায় কোনো মোহ |

তাও দেখো, রাত ৩টে তেও আবেশে মোড়া আমি |
হয়তো সেটা তোমার credit, নয়তো পাগলামি |

পাগল আমি হতে পারি একটা মাত্র কারণে,
তোমাকে নিজের অন্দরে পাব, সবার আনমনে |

আমাকে অনেকে ভুল বোঝে, বোঝো না শুধু তুমি |
গান-কবিতা এসব কিছুই তোমার মতই দামি |

যাওয়ার আগে মনের কিছু ছবি এঁকে দিয়ে যাই,
বুকের বাঁদিকে লাল-গোলাপের জায়গাটুকু চাই |

Saturday, February 18, 2012

এলোমেলো "মিল" - Scattered Similarity

আবেশে মাখানো ভাল লাগে নীল,
তোমাতে-আমাতে ছিল না তো মিল |

তবু সব কবিতায় অবিশ্বাস্য তুমি,
আঁতেল হয়েও তোমার অনুগামী |

আমি তো ভালোবাসিনা সাগর,
নীলের মধ্যে অজানা এক জোর !

তুমিও কি সেই একইরকম নীল?
সাগরকেও তো বলেছি অশ্লীল |

নিজের দায়ে চাইতে পাইনি উপরে,
নিজের ভুল যাতে কেউ না ধরে !

একাধারে সাগর, তাতে মিশে যাওয়া নীল,
পাহাড়ে-আকাশে শুধুই যে মিল |

Wednesday, February 15, 2012

Inability to love gives as much pain as of not getting your love - Quotes by Soham

ভালবাসা না পাওয়ার থেকে ভালোবাসতে না পারার কষ্টটা কম কিছু নয়...

Inability to love gives as much pain as of not getting your love.

Friday, February 10, 2012

ক্লিশে - Cliche

View on Facebook : Click Here


ফিকে হয়ে যাওয়া কিছু আধো-ইচ্ছেরা,
ভোর-রাতে ডেকে যাওয়া পাখিদের গাছেরা,
আলস্যের পীড়নে সয়ে যাওয়া হৃদয়েরা,
গেয়ে যায় মন-খারাপের গান |

সুযোগের অভাবে নষ্ট কিছু চিন্তা,
মিছিমিছি Surfing-e কেটে যাওয়া দিনটা,
আর পড়ে থাকা Day-dream-Loan-টা,
বলে যায় বড় হলি না তুই |

Rebeca - Annual Cultural Fest of BESU

শীতের রং ধুসর হয়ে আবছায়া-মলিন,
ফিরে আসছে রাত্জাগানো রেবেকা, রঙীন |

বসন্তের প্রথম ছোঁয়ায় সবুজের বিশ্বাস,
সারাবছরের স্বপ্নেরা সব পাচ্ছে আশ্বাস |

ধুলো-সরানো তালা-চাবি |
Union Room-এ আসার ছবি |
ভোরের রাতে পাখিদের ডাক,
কাজের মাঝে নেই একটুও ফাঁক |
টাওয়ার ক্লকে রাত দেড়টা,
সিগারেটের শেষ টানটা |

মন-মাতানো, হৃদ-রাঙানো, রেবেকা |

চাঁদের বাড়ির ইচ্ছেরা সব দিয়েছে রওনা |
কাঁচা-মিঠে বাসনারা যেন মেলছে ডানা |

গীটার-কীবোর্ড Jamming Session, ইচ্ছের মুক্তি |
শিকল ভেঙে রং ছড়ায়, আলতো-অনুভুতি|

আবার একবার দুর্গাপুজো |
চারদিকে রব সাজসাজ |
সপ্তমীতে Classical Song,
অষ্টমীতে Kolkata, Bong |
নবমীতে Rock-এর দোলা,
Mumbai হয়ে বিদায়-বেলা |

দশমী-শেষে, এই কটাদিন, রেবেকা |

Thursday, February 09, 2012

বসন্ত - Spring

মাঝে মাঝে কপালে ফোঁটা ফোঁটা ঘাম,
মন-জুড়োনো দখিনা-বাতাস,
হৃদয়ের ডানা মেলা ফুরফুরে আবহাওয়া,
প্রেমে ভেসে যাওয়ার তীব্র আহ্বান।

স্বাগত প্রিয় ঋতু, বসন্ত...

Friday, January 13, 2012

Quotes by Soham - Man Loves the way of better Living ...

"মানুষ বোধ হয় ভালো-থাকার রাস্তা-টাকে বেশী ভালোবাসে, ভালোবাসার রাস্তা-টার থেকেও...."