Edmonton, 1-Jul-2015 10:52 PM
তোমার বুঝি সন্ধ্যে-আষাঢ়, দুপুরে মেঘ কালো,
কেন এমন দিন বলো তো ? হাওয়া এলোমেলো ।
কেন এমন বাতাস বয়, কেন উদাস ছবি,
তোমার তো কোন হুঁশ থাকে না, নীরব মানবী ।
আমার যেন জটিল জীবন, সবুজ মত মন,
জানতে চেয়ো, বলব তবে, অপেক্ষা এখন ।
কি প্রশ্ন, কোন উত্তর, ভাবা যাবে পরে,
তাড়া কিসের, এখনও তো ডাকোনি আমারে |
তবে এবার বলে রাখি, অন্যরকম টান,
বহুবছর হয়নি এমন, যদিও সন্দিহান ।
তোমার বুঝি সন্ধ্যে-আষাঢ়, দুপুরে মেঘ কালো,
কেন এমন দিন বলো তো ? হাওয়া এলোমেলো ।
কেন এমন বাতাস বয়, কেন উদাস ছবি,
তোমার তো কোন হুঁশ থাকে না, নীরব মানবী ।
আমার যেন জটিল জীবন, সবুজ মত মন,
জানতে চেয়ো, বলব তবে, অপেক্ষা এখন ।
কি প্রশ্ন, কোন উত্তর, ভাবা যাবে পরে,
তাড়া কিসের, এখনও তো ডাকোনি আমারে |
তবে এবার বলে রাখি, অন্যরকম টান,
বহুবছর হয়নি এমন, যদিও সন্দিহান ।
No comments:
Post a Comment