Sunday, February 22, 2015

চিত্রকল্প - Imagery

22nd Feb'15 07:26 P.M, Edmonton, Canada

একটা চিত্রকল্প রচনা করবো |
দিনের কিনারে শেষ হয়ে যাবে না,
চিরন্তন |
মনের মাঝে ব্যাথা হয়েও থাকবে না,
মেদহীন |

পড়ন্ত বিকেল তো বারবার-ই দেখি,
পার্থক্য করতে পারি না |
ওরা বোধ হয় পারত |
আমাকে সকালে উঠে সসেজ খেতে হয়,
ওদের থাকে মাঠের চিন্তা, খেতের ঘাম |
জমিন - আসমানে যদি ফারাক করাই,
পার্থক্য আরও সুস্পষ্ট |
আসমানের কোন গন্ধ নেই,
শুধুই দিগন্ত |
জমির কাছে দুই-ই আছে |
এই সহজ সত্যিটাও কিন্তু
সবুজ মাঠের কাছেই রাখা থাকে ; 
কিন্তু সকলের কাছে তা ধরা দেয় না,
যদিও সঙ্গতভাবেই  |
যে মানুষটা দাঁড়িয়ে আছে,
নীল খোলা আকাশের নিচে,
চারপাশে ধান-জমি ;
তার কিন্তু উপলব্ধি করার ক্ষমতা নেই,
সেই সহজ সত্যিটার |
তার কাছে সেই আকাশের মুক্তি,
আর ভেজা মাটির গন্ধ,
দুইয়ে মিলেই মুহূর্ত |

গোধূলিবেলার সূর্যকে যতই দেখি,
বলতে ইচ্ছে করে,
নিয়ে চল আমায় সঙ্গে করে,
তোমার তো রোজের আসা যাওয়া |
এই একই আকাশও তো সাক্ষী,
ওই সবুজ মাঠের কিংবা এই শুভ্র বিস্ময়ের |
কেউ শোনে না কথা আমার |
শুধু দুঃখ করে গাছগুলো |
বে-রঙ্গিন হয়ে সমব্যাথি হয় আমার |
ওদেরও বোঝাতে পারি না আমি,
চারিপাশের শুভ্র বৈধব্যের সাথে
ওদের এই শোকজ্ঞাপণ
আরও স্থবির করে আমায় |

যেদিন থেকে ছন্দে লেখা ছাড়লাম,
চিত্রকল্প বোধ হয় হারিয়ে গেল |
গদ্যরুপে পৃথিবী আমায় ধরা দিচ্ছে |
চিত্রকল্প তাই অপুর জন্যই থাক !

No comments:

Post a Comment