Edmonton, 28-Aug-2015 8:37 PM
ভুলে যাও,
আর কি কিছুই বাকি আছে ?
আমিও তো নেই আর,
তোমাদের কাছে ।
সবকিছু ছেড়ে ফেলে চলে এসেছি ।
কিছু কথা বাকি নেই ।
নিস্তব্ধতা - আমার জীবন সঙ্গী,
কেউ নেই আর পাশে ।
তোমাদের কি মনে হয়,
তোমাদের কেউ নেই ?
দুঃখ বোধ হয় ফিকে হয়ে যায় ।
তাই তো স্বাভাবিক সময়ের ঔষধে ।
নতুন পরিচয় যদি পাই,
তাই লিখব ।
আর বোধ হয় পুরনোরা রইল না ।
ভুলে যাও,
আর কি কিছুই বাকি আছে ?
আমিও তো নেই আর,
তোমাদের কাছে ।
সবকিছু ছেড়ে ফেলে চলে এসেছি ।
কিছু কথা বাকি নেই ।
নিস্তব্ধতা - আমার জীবন সঙ্গী,
কেউ নেই আর পাশে ।
তোমাদের কি মনে হয়,
তোমাদের কেউ নেই ?
দুঃখ বোধ হয় ফিকে হয়ে যায় ।
তাই তো স্বাভাবিক সময়ের ঔষধে ।
নতুন পরিচয় যদি পাই,
তাই লিখব ।
আর বোধ হয় পুরনোরা রইল না ।
No comments:
Post a Comment