28th July'14 10:14 P.M
শিখর চূড়া, তুষার আভরিত - অপরূপ সৌন্দর্য্য |
মানবজাতির অন্যতম পরিচিত ইচ্ছেগুলোর একটা,
ওই শিখরে পদার্পণ |
বেশিরভাগই পারেনা |
বুদ্ধি কত লাগে বলতে পারিনা,
তবে বাকি বেশ কিছু বৈশিষ্ট্য যে লাগেই,
হলফ করে বলা যায় |
যারা সামান্য পারে, বা পারেনা,
তারা ভাবে,
বুঝি কি তৃপ্তিই না রাখা আছে,
ওই সাফল্যময় পদার্পনে |
যেটুকু বলা হয়না,
ওই তুষারশিখরটা খুব নির্জন,
ওতে পৌঁছোনোর পথটাও বেশ ফাঁকা |
মানুষ কিন্তু সুস্থ সমাজবদ্ধজীব !