Friday, November 13, 2015

আবার আমি - Again Me

Edmonton, 13-Nov-2015 7:16 AM 

শেষবার লেখার সময় হিজিবিজি ছিল,
এখন বোধ হয় সভ্য হবে। 
আমাকে আমার কাছে ছোট করা,
সেটা তো খুব সহজ নয় -
তাও সেটাই আজ বড্ড বেশী করে মনে হচ্ছে,
নিজের সমস্ত যুক্তি বুকে নিয়েও। 

তোমার কাছে আমি জীবন চেয়েছিলাম,
তুমি শরীর দিয়েছিলে,
বিশ্বাস ছিল, জীবন আমি পাব এক কালে। 
পেলাম না, যা পেলাম,
নিজেকে আরো খারাপভাবে আবিষ্কার। 
বলতে পারো, সেটাও জীবন,
একটু অন্যভাবে হয়ত। 
কেউই এখন আর মানবে না,
তবে থাকতেই চেয়েছিলাম আমি,
তোমারই সাথে। 
অনেক স্বপ্ন-ও দেখেছিলাম আমি,
তোমাকেই নিয়ে। 
কিন্তু জানতাম সব সময়ই,
সে স্বপ্নের সীমানা শুধুই কল্পনায়,
তাও এক অলীক আশা ছিল। 

তোমার কি মনে আছে,
একবার রবীন্দ্রসদনে ছুট্টে
তোমার থেকে পালিয়ে এসছিলাম। 
এখানে এসে তোমার সাথে
শেষবার ছাড়াছাড়ির পর,
ঠিক সেই দৌড়ে বেরিয়ে আসার
অনুভূতিটাই হয়েছিল। 

তবু বিশ্বাস করো,
আমি থাকতেই চেয়েছিলাম,
তুমি বারবার ভুল করলেও আমি ক্ষমা করেছি,
তোমাকে নিতে চেয়েছি,
তোমারই মত করে,
কিন্তু চেয়েছিলাম, তুমি একটু পথ আসো। 
কেন আসলে না তুমি ?

আমার চোখে আমি অপরাধী নই,
আমার ভাবনাচিন্তা শুধু তোমার-ই জন্য ছিল,
আমি তোমাকেই শেষের সাথী করতে চেয়েছিলাম। 
যখন তোমার ঔদাসীন্য আর মেনে নিতে পারিনি,
তখনই যেতে বাধ্য হয়েছি। 
আমি বুঝেছি, তোমারও বোধ হয় কষ্ট হচ্ছে,
এত দুরের একটা মানুষের ইচ্ছের সঙ্গিনী হতে। 
তুমি বোধ হয় এখন ভালো আছ। 

আমিও ভালো থাকব,
তুই থাকলে আরো ভালো থাকতাম।
আমি অনেক চেয়েছিলাম, জানিস,
ওর সাথেই থাকতে। 
নিতান্তই অসহায়তায় বেরিয়ে আসা। 
তুই বুঝলি না,
হয়ত আর কেউই বুঝবে না। 
তবু ভালো আমাকে থাকতেই হবে। 
তবে আমার ভালো থাকার
সঙ্গীর আর প্রয়োজন নেই। 

No comments:

Post a Comment