Edmonton, 30-Sep-2015 9:26 PM
তোমাকে নিয়ে ভেবেছিলাম কোন কিছু লিখব না,
তুমি আমার কবিতার যোগ্য নও ।
অনেকে বলে প্রাক্তনকে নিয়ে কবিতা লেখা
নাকি তাঁকে এখনও ভালোবাসার ইঙ্গিত,
তাঁকে এখনও ভালোলাগার ইঙ্গিত ।
কিন্তু আর যে কিছুই অবশিষ্ট নেই,
কিছু থাকার ছিলও না ।
যেটুকু আছে, ওই অনুভূতিটুকু না থাকলে,
নিজেকে মানুষ বলি কিভাবে !
তাই তোমাকে নিয়ে লিখব,
অনেকবার লিখব ।
সুনীলবাবুর নীরা ছিলেন,
তুমি আমার নীরা নও,
কিন্তু প্রাক্তন তো,
মানে আমার-ই পূর্ব সত্তার ভালবাসা ।
তাঁকে ভুলে যাব ?
মানে নিজের এক অংশকেও ?
নিজেকে এতটা অস্বীকার করার মত ভীরুতা দেখাতে
জীবন তো শেখায়নি ।
তোমাকে নিয়ে ভেবেছিলাম কোন কিছু লিখব না,
তুমি আমার কবিতার যোগ্য নও ।
অনেকে বলে প্রাক্তনকে নিয়ে কবিতা লেখা
নাকি তাঁকে এখনও ভালোবাসার ইঙ্গিত,
তাঁকে এখনও ভালোলাগার ইঙ্গিত ।
কিন্তু আর যে কিছুই অবশিষ্ট নেই,
কিছু থাকার ছিলও না ।
যেটুকু আছে, ওই অনুভূতিটুকু না থাকলে,
নিজেকে মানুষ বলি কিভাবে !
তাই তোমাকে নিয়ে লিখব,
অনেকবার লিখব ।
সুনীলবাবুর নীরা ছিলেন,
তুমি আমার নীরা নও,
কিন্তু প্রাক্তন তো,
মানে আমার-ই পূর্ব সত্তার ভালবাসা ।
তাঁকে ভুলে যাব ?
মানে নিজের এক অংশকেও ?
নিজেকে এতটা অস্বীকার করার মত ভীরুতা দেখাতে
জীবন তো শেখায়নি ।
No comments:
Post a Comment