Showing posts with label kobita. Show all posts
Showing posts with label kobita. Show all posts

Tuesday, February 20, 2024

রাঙা বসন্ত

শীতকাল শেষ হয়েছে সুপর্ণা,
এবার ওঠো।
চারিদিকে পলাশের রং লেগেছে,
তোমার দেহ থেকেই এসেছে সে রঙ,
ছিটকে পড়েছে আকাশে বাতাসে,
বিবর্ণ ফ্যাকাশে একপেশে পরিবেশে।
সেই রাঙা বসন্তে সিঞ্চিত হচ্ছে মন,
ভেসে যাচ্ছে হৃদয়, জুড়িয়ে যাচ্ছে চোখ।
বইমেলা শেষ করে, সরস্বতী বন্দনার পরে,
আমাদের এখন রক্ত-"রাঙা হাসি রাশি রাশি"।

যদিও রক্ত আমাদের কারোর নয়, 
শুধু তোমারই সুপর্ণা।
তোমার কপাল ফেটে যে রক্ত বেরিয়েছে,
তোমরা হাত-পা ছড়ে যে রক্ত বেরিয়েছে,
তোমাকে টেনে হিঁচড়ে ভেড়িতে নিয়ে
যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা রক্ত,
তোমার ওপর গা-জোয়ারি করার পর
তোমার যোনি থেকে পা দিয়ে 
গড়িয়ে পড়া রক্ত। 
সেই রক্তের রঙেই আজ বসন্ত রাঙা। 
আমরা সেই রঙেই হাসছি সুপর্ণা,
রাশি রাশি সে হাসি,
নাগরিক সেই হাসি,
পাহাড়-জুড়োনো সেই হাসি,
সাগরভাঙ্গা সে হাসি,
সন্দেশখালিতে সীমাবদ্ধ নেই সে হাসি।
আমরা ভীষণ হাসছি সুপর্ণা।
এবার তুমি জেগে উঠে এই হাসি থামিয়ে দাও,
তোমাকে জাগতে হবেই,
নাহলে এই রাঙা হাসি যে কক্ষনো থামবে না,
থামতে পারে না।
---
সোহম

Sunday, December 10, 2023

আমায় যদি মরতেই হয় (If I must die)

ডক্টর রিফাত আল-আরীরের লেখা একটি অসামান্য কবিতা "If I Must Die" ভাবানুবাদ করলাম, রিফাতকে উৎসর্গ করে (রিফাত গত ৬ই ডিসেম্বর ইসরায়েলের বোমার আঘাতে মারা গেছেন)। মূল লেখাটি নিচে দেওয়া আছে।

আমায় যদি মরতেই হয়,
তোমায় কিন্তু বাঁচতে হবেই,
আমার কথা বলতে, আমার গল্প শোনাতে,
আমার পড়ে-থাকা জিনিসপত্র বেচতে।
সেই পয়সা দিয়ে তুমি কিনো
একটুকরো সাদা কাগজ আর কয়েকগজ সুতো -
তাই দিয়ে তৈরি কোরো একটা সাদা ঘুড়ি।
এরপর গাজার কোনো পিতৃহারা শিশু
আকাশের দিকে যখন তাকাবে,
আর তার স্বর্গীয় বাবার অপেক্ষা করবে -
যে বাবা কোনো বিস্ফোরণের পর নিরুদ্দেশ,
যে তার সন্তানকে বিদায় জানাতে পারেনি,
কাউকেই বিদায় জানাতে পারেনি,
এমনকি নিজের শরীরকেও নয়, নিজেকেও নয় -
সেই অভাগা শিশুটি যখন ঘুড়িটা দেখবে,
আমার যে ঘুড়ি, তুমি বানিয়েছো,
যে ঘুড়ি আকাশে উঁচু মেঘের মত উড়ছে,
যে ঘুড়ি অবশেষে মুক্ত বাতাস পেয়েছে,
যে ঘুড়ি মানেনি দেশ-সীমান্তের অলীক বাধা,
সেই ঘুড়ি দেখে হয়তো 
সেই সবহারানো শিশুটি ক্ষণিকের জন্য ভাববে,
কোনো শ্বেতশুভ্র স্বপ্নের পরী সত্যিই আছে,
যে পরী এখনও পৃথিবীর বুকে ভালোবাসা ফিরিয়ে দিতে পারে।
যদি আমাকে মরতেই হয়,
সেই মৃত্যু যেন একটুকরো আশা বয়ে আনে,
একটুকরো গল্প হয়ে থেকে যায়।
---
রিফাত আল-আরীর (অনুবাদে সোহম)

If I Must Die (Refaat Alareer)
---
If I must die,
you must live
to tell my story
to sell my things
to buy a piece of cloth
and some strings,
(make it white with a long tail)
so that a child, somewhere in Gaza
while looking heaven in the eye
awaiting his dad who left in a blaze–
and bid no one farewell
not even to his flesh
not even to himself–
sees the kite, my kite you made, flying up above
and thinks for a moment an angel is there
bringing back love
If I must die
let it bring hope
let it be a tale. 

Tuesday, January 05, 2021

ছায়া

Kolkata, 06-Jan-2021, 08:30 AM

রোদ যখন পড়লো কাঁচে,
একটা কিছু হারিয়ে গেছে,
নীরব কোনো উচ্চারণে
একটা কিছু হারিয়ে গেছে।
ঘরের কোনায়, চিলেকোঠায়,
অনেক খুঁজেও পাইনি যখন,
ক্লান্ত শরীর চোখ বোজেনি
নতুন কোনো গান শোনেনি
হারিয়ে যাওয়ায় হারিয়ে গেছে।

দিনের শেষে একটা ঘরে,
ভুলেছি কি হারিয়ে গেছে।
হঠাৎ করে পড়লো চোখে
আয়নাখানি তাকিয়ে আছে,
এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা
পাকা দাড়ি তাকিয়ে আছে,
বইখাতার ভিতর দিয়ে
ভাঙ্গা চশমা তাকিয়ে আছে,
অনভ্যস্ত ফোনের টাচে
কাঁপা হাত তাকিয়ে আছে,
নরম শীতের দুপুরবেলায়
আলগা চাদর তাকিয়ে আছে।
খুঁজে পাওয়া ঘরে তবু
একটা ছায়া হারিয়ে গেছে।

Tuesday, May 19, 2020

আড়াইশোটা দিন

Boston, 20-May-2020, 01:20 AM

কথা ছিল না সময় থেমে যাওয়ার,
থাকতে পারতো বসন্ত আসমানী,
নতুন বিষে বাতাস ভারী হলেও,
কিছুদিন পর সবুজ ফিরবে জানি।

কিছুদিন খালি অলস প্রতীক্ষা,
কিছুদিন শুধু উদ্বেগে চলে যায়,
ক্যালেন্ডারের হদিশ ভুলে গিয়ে
আরো কিছুদিন নকল ব্যস্ততায়।

এরপরে আসে চলতি দিনের বোঝা,
একঘেয়েমির সুপ্ত কঠিন রূপ,
এরই মাঝে প্রাণের আরাম দেয়,
আমার ফোনে তোমার হাসিমুখ।

তোমার মুখেই ভবিষ্যতের আলো,
তোমার কন্ঠ্যে নতুন দিনের আশ,
সংশয় সব দূরে ছুঁড়ে ফেলে দিয়ে
তোমায় কাছে আনছে দূরভাষ।

দূরত্ব হোক আধা পৃথিবীটাই,
একটু বাড়বে মনখারাপের ঋণ।
তোমার সকাল আমার সন্ধ্যে নিয়ে
পেরিয়ে যাবেই আড়াইশোটা দিন।

Wednesday, January 29, 2020

বোকার মতো - Like a fool

Boston, 29-Jan-2020, 10:49 PM

একটা ভীষণ বোকার মতো,
ছবি আঁকার ইচ্ছে হতো,
মেঘের গায়ে নক্সা যেমন
তেমন ঝাউ পাতার মতো,
পালক ঘেরা পেলব মতো,
সূর্যাস্তের গোলাপী মতো,
সবার মনের খুব গভীরে
গোপন ভালো কায়ার মতো।

একটা ভীষণ বোকার মতোই
মনের কথা জমা হতো,
দুঃখ হতো, কষ্ট হতো,
গলায় দলা পাকিয়ে যেত,
হাঁটতে হাঁটতে কান্না পেত
রাত্তিরে ঘুম ভাঙিয়ে দিত,
"আমার কাজের মাঝে মাঝে"
পংক্তি এসে আঘাত দিত।

একটা ভীষণ বোকার তখন,
স্মৃতিচারণ ইচ্ছে হতো,
আঙুলে হাত ইচ্ছে হতো,
চিরকালীন থাকার মতো,
তোমার সাথে আমার মতো,
দুই শরীরে একের মতো,
পায়রা ওড়ার শব্দ হতো,
মনের ক্ষত মিলিয়ে যেত,
ভীষণ ভীষণ বোকার মতো।

Tuesday, December 24, 2019

রাতশেষে - After the night

Kolkata, 24-Dec-2019

শহরে তখন অশান্তি আর নেই,
কুয়াশা ঢেকেছে প্রথম ভোরের আলো।
চাদর জড়ানো আদুরে উষ্ণতায়
রাতে জেগে থাকা তারাদের ঘুম এলো।

নিভু নিভু সব ফুটপাথে জ্বলা বাতি,
আকাশে ভাসছে স্নিগ্ধ রোদের ভৈরোঁ,
মোমের মতন শীতল বাতাস যেন
নিদ্রাহীনের ক্লান্তি মোছানো শৈশব।

এমন শহরে আশঙ্কা বেমানান,
তবু সন্দেহ প্রত্যেক কলিজায়।  
সংশয়গুলো ঠিকানা খুঁজতে গিয়ে
রিখটার স্কেলে হৃদয় মাপতে চায়।

চারপাশে যত পতাকা স্লোগানে ভয়
শেষ হয়ে থাক পাখির মতো বাঁচা।
আমার কাঁধে তোমার মাথা রেখে 
বুনতে থাকি নতুন প্রেমের খাঁচা।

Wednesday, September 05, 2018

তোমার আছে, তোমার নেই

Boston, 05-Sep-2018, 11:00 PM

তোমাদের সব আছে,
গাড়ি আছে, বাড়ি আছে,
নতুন কেনা ফ্ল্যাট আছে।
আলমারিতে সোনা-দানা,
সেবার পুজোর জহর খানা,
যত্ন করে রাখা আছে।
বছরে দুবার বিদেশ আছে,
ঘরের কাছেও ফ্লাইট করে
গোয়া কিংবা জয়পুরে
সময় পেলেই ঘোরা আছে।
সপ্তাহেতে দুবার করে,
রেস্টুরেন্টে ডিনার সেরে,
মুভি হলে সিনেমা আছে,
লাইভ শোয়ের টিকিট আছে।

কিন্তু তোমার সবুজ নেই,
শ্যামল মাঠের খোলা হাওয়ার
মাতাল করা সুবাস নেই,
মাথার ওপর নীল নেই। 
ঘরের ভেতর আরাম ক'রে,
নিখাদ একটা আড্ডা মারে -
এমন কোনো বন্ধু নেই। 
ঘোরা আছে, চেনা নেই,
শিল্প আছে, চর্চা নেই,
সত্যজিৎ খানিক আছেন,
শেষের কোনো কবিতা নেই।
রাস্তার পাশে ফুচকাওয়ালা-
শেষের ফাউটা দিতে বলার
ইচ্ছে আছে, উপায় নেই। 
"অনুপম" তো চিরন্তন,
গানের স্রোতে ভাসা নেই,
তোমার নতুন ভাষা নেই,
তোমার কেবল আমি আছি,
তোমার আসলে তুমি নেই।

Wednesday, August 22, 2018

কাউকেই চিনি না - Don't know anyone!

Boston, 22-Aug-2018, 10:00 PM

আমার কোনো মুসলিম বন্ধু নেই,
আমার কিছু বন্ধু আছে যারা মুসলিম,
আমার কিছু বন্ধু আছে যারা ঈদের দিন নতুন জামাকাপড় পরে,
কখনো আমাকে সুস্বাদু বিফ খাওয়ায়।
আমার কোনো হিন্দু আত্মীয় নেই,
আমার কিছু আত্মীয় আছে যারা পুজো-আচ্চা করে,
ভালো সিন্নি বানায়।
আমার কোনো বিহারী সহপাঠী ছিল না,
আমার কিছু বন্ধু আছে যারা আমায় প্রথম লিট্টি খাইয়েছিল।
আমার কোনো চেনা মাড়োয়ারি দোকানদার নেই,
পাড়ার মিষ্টির দোকানের মালিক জাগেতিয়া বাবু
আমার প্রিয় মিষ্টির খোঁজ রাখেন,
ওনার কাছে ওদের জয়পুরের বাড়ির গল্প শুনেছি।
আমি কোনো তামিল ছেলেকে চিনিনা,
তবে আমার রুমমেট আমাকে নিখুঁত ধোসা বানানো শিখিয়েছে।
আমি কোনো পাকিস্তানী মেয়েকে চিনিনা,
আমেরিকায় আমার ল্যাবমেট আমার সাথে হিন্দিতে লাহোরের গল্প করে।
আমার কোনো মেক্সিকান কলিগ নেই,
পাশের কিউবিকলের ছেলেটার জানে কোথায় ভালো টাকো পাওয়া যায়,
আমরা মাঝে মাঝে একসাথে খেতে যাই।

আমি আজকাল কাউকেই চিনিনা,
আমি শুধু কিছু মানুষ চিনি, মান-হুঁশ।

Sunday, June 17, 2018

পর্দার ওপারে - On the other side of the curtain

Austin, Texas, 18-Jun-2018, 2:17 AM

দুঃখ তখন বৃষ্টি ফোঁটায়, খুব ক'রে মেঘ ঈশান কোণে,
বাদল ঘনায় মনের কনায়, তবুও যেন কেউ না জানে। 

সবাই কেমন বহিরাগত, ভিতরপানে চায় না কেউ,
মনেই গড়া মস্ত দেওয়াল, আটকে দিচ্ছে সুজনকেও।

বয়স হওয়ার অধীর ভারে চুঁইয়ে পড়ছে বিষন্নতা,
কাছের মানুষ, দূরের মানুষ - ভীষণরকম একাত্মতা।

মনের সাথে একলা থাকার এই আদুরে গল্পখানি,
মেঘলা হাওয়ার স্পর্শ লেগে একটুমতো অভিমানী।

Monday, December 25, 2017

নদীর নাম - River's name

Boston, 25-Dec-17, 9:49 PM

তিতাস নামের মানেই কি এক মন-কেমন,
যেমন করে তোমার চোখে শোকপালন।

আনত মুখে কিসের কথা লুকোতে চাও,
ঠোঁটের ফাঁকে আটকে আছে আঘাতটাও। 

তোমার হাসি পাগল করে অনেককেই,
তার গভীরে একটুও কি দুঃখ নেই ?

থাকেও যদি, প্রিয় মানুষ, খবর পায় ?
ঠিক যেভাবে তোমার লেখা মেঘ ঘনায় ?

মেঘের পাশে আমার আছে নতুন ঘর,
মেলানকলি উষ্ণতায় ভীষণ জ্বর। 

ঘোরের মধ্যে গাইছি আমি নদীর নাম,
স্বীকারোক্তির কবিতারা হয়েছে গান। 

সুরের মধ্যে রং-হারানো ব্যর্থ প্রাণ,
নিজের প্রতি প্রেমের তানে উদীয়মান।

তোমার এসব অন্ধকারের সময়কাল,
পেরিয়ে এসে হাত বাড়িও সখ্যতার। 

Sunday, November 12, 2017

একলা বিকেলের - Lonely afternoon's

Boston, 12-Nov-2017, 3:19 AM
একলা বিকেলের সূর্য ছুঁলো
মন কেমনের বাঁক।
জানলা বেয়ে শীতল রোদে
স্মৃতির অভিঘাত। 

নিজের সাথে নিজের লড়াই,
নিজের স্বার্থ ত্যাগের বড়াই,
দুঃখসারি পার করে দেয়
নিজের সান্তনা-ই।

হলদে ডায়রির কবিতারা,
ঘরের সন্ধান চায়। 
প্রথম পাতায় তোমার লেখা
ভীষণ যন্ত্রনায়। 
হঠাৎ হাওয়ায় শব্দবন্ধ
নতুন দিশা পায়। 
ফেলে আসা ছায়ার ছবি
ধূসর কল্পনায়। 

অতীতের বাইপাস পেরিয়ে,
সুমনের গান সাথে নিয়ে,
আমার প্রিয় কলকাতারই
কাছে ফিরে যাই।

সন্ধ্যে নামে শহর জুড়ে,
যানবাহনের ভিড়।
প্রেমের শেষে আমরা সবাই
শুধুই পৃথিবীর।

Sunday, October 29, 2017

ক্ষণিকের জন্য - For some time

Boston, 29-Oct-2017, 2:15 AM

আশার ডালি শূন্য যখন
তোমার সাথে দেখা,
ঝাপসা কাঁচের স্তর পেরিয়ে
সজল সীমারেখা।

কথার পিছে কথার খেলা,
ভাবের ঘরবাড়ি,
সম্পর্কের সংজ্ঞা বানায়
বিমূর্ততার সারি।

মানুষ খানিক জটিল ভালো ,
নিজের পরিপূরক,
বুঝবে যে জন বদলানোটাই,
শুধুমাত্র ধ্রুবক।

দৃষ্টি তোমার এরকমটাই,
ভীষণ কাছাকাছি।
তবু কেন যে তোমার মন
হতে চায় না রাজি!

বুকের মাঝে অশ্রু ক্ষরণ,
মনখারাপি সময়।
রাখতে হলে হৃদয়ে রেখো,
হাতের পরে' নয়।

Monday, September 04, 2017

বুদ্ধিমতীর প্রতি - Towards the intelligent

 Boston, 4-Sep-2017, 4:28 PM

অতল পথে চলেছিলেম, ঝাপসা কোনো দিকে,
হঠাৎ যেন দেখতে পেলেম মনের চাওয়া-কে। 
সফেদ জামা আর তোমার কানে রাজকীয় দুল,
রোদ্দুরেতেও বৃষ্টি আনে তোমার খোলা চুল। 
তুমি যখন গঙ্গাপাড়ে, রোদচশমায় আড়াল,
তোমার চুড়ির ঝঙ্কারে বাতাস হলো মাতাল !
নীল পাড় আর লাল শাড়িতে যৌবন অঘোষ,
ভীষণ রাতের আধো-আলোয় জীবন্ত মালকোষ। 
তোমার প্রিয়, সাতসমুদ্র পারে-ই তোমায় চায়,
তোমার মনও সাজানো আছে প্রেমের মূর্ছনায়।
কিন্তু তোমার মুখের আদল, থাকবে মনে আঁকা,
সৌন্দর্য্যকে প্রেম দিয়েও যায় না বেঁধে রাখা। 

Thursday, August 10, 2017

ভালোবাসার মরীচিকা - Mirage of Love

Boston, 11-Aug-2017, 2:03 AM

তোমার অমন চুপটি করে আসা,
উজান মনে নিবিড় ভালোবাসা।
তোমার অমন মিষ্টি করে ডাক,
ভুলিয়ে দেয় সমস্ত বিভ্রাট।
তোমার আমার সরব অঙ্গীকার,
জীবনতরী একসাথে বাইবার।
তুমি যখন ব্যস্ত নিজের গানে,
আমার গিটার থাকবে সুরে-তানে।
শুরু হোক এই অজানা পথ চলা,
নতুন করে স্বপ্নের ডানা মেলা।

Wednesday, August 09, 2017

খামোকা অভিমান

Boston, 09-Aug-2017, 5:02 AM

আনমনা এই নরম আবেগ,
চিঠি পাঠায় শূন্যতার,
চুপটি করে বৃষ্টি আসে,
সাথে নিয়ে বিষণ্ণতা।

Friday, June 23, 2017

অন্তরালে - Behind the scene

বিছানা-বালিশ-আদর ছাড়তে দিওনা আমায়,
টেবিল ফ্যানের শান্ত হাওয়া ভীষণ ক্লান্তিময়।
যেমন ক্লান্তি ভালোবাসায় পঁচিশ বছরে আসে,
দায়িত্বরাই পড়ে থাকে প্রেমের অবশেষে।
সংসার শুধু বাজার-করা, রান্না-অফিস পংক্তি,
প্রয়োজনহীন মৌনতার নিয়ম থাকে কয়েকটি।
নিয়ম-হিসেব মিলেমিশে বদ্ধ ঘরের প্রান্তর,
পরবর্তী প্রজন্মেও প্রভাব পড়ে মন্থর।
সময় আর দূরত্ব একদিন ছাড়ে বাড়িঘর,
জীবনের ডাকে ঠিকই দূরে সরে যায় সহোদর।
স্কুলপথে যাওয়া ছোট্ট হাত - এখন ভীষণ স্বাধীন,
আঙুলের ফাঁকে পেতে চায় বেমানান নোট রাতদিন।
বাস্তবের এই বাস্তবায়ন অসহ্য লাগে খুব,
মুক্তিবিহীন ধন্দের পঙ্কিল প্রতিরূপ।

Monday, May 08, 2017

কবিতার শেষ - Poetry's End

Boston, 09-May-2017, 01:59 AM

তোর পায়েতে নূপুর ছিল
ঝর্ণাঝরা শব্দ হতো। 
মনের মাঝে গল্প ছিল ,
কলকাতাকে আকাশ করে,
নন্দনে খুব ভিড় করে। 
কিছু শেষের নাম ছিল না,
কবিতা তবু গান ছিল,
উপন্যাসের ভুল ছিল। 

আমি ছিলাম, তুই ছিলি,
দর্শনে খুব মিল ছিল,
অপেক্ষমান দিন ছিল,
রাত্তিরে ওই অন্ধ-আকাশ
তারা গোনা শিখছিল।

ডিসেম্বরে আর শীত থাকে না,
আশার মাঝে কুয়াশা হয়,
দিনকে দিন অবক্ষয়।
আবেগের তবু স্থান ছিল,
ফ্যাকাশে হোক, লাল ছিল,
সে হয়তো তুই ছিলি না,
তোর কোনো এক রং ছিল। 

Friday, March 24, 2017

ইন্টেলেকচুয়াল - Intellectual (খুচরো দর্শন)

Boston, 24-Mar-2017, 10:38 PM

দিন গেলে ভাই তোমার জীবন
ছাপোষা চার দেওয়াল।
আমার ভোরে দুধ-চা-ও নাকি,
ইন্টেলেকচুয়াল।

তোমার সমাজ, আমরা বাদ,
সমাজবাদী তত্ত্ব।
দাস ক্যাপিটাল আমার ঘরে -
দেখনদারি মস্ত।

তোমার কোনো বারণ নেই,
পৈতে-আংটি পড়ায়।
আমিই খালি কনভিকটেড,
বিমানযাত্রা করায়।

কিওরোস্তামী মানুষ-ঘেঁষা,
চেরির মতো স্বাদ।
আমি শুধু মজিদ দেখলে -
আভিজাত্যবাদ।

তোমার ফোনে ইংরেজি গান -
ট্রেন্ডি নাকি খুব।
আমার কোহেন গাইতে এলে -
বুদ্ধিজীবী ভূত।

তোমার কবি ছন্দ ছাড়া -
রিয়েলিটির পাতা।
আমার খাতা, দু'কলমেই
এলিট এবং সস্তা।

তোমার হয়তো সাউথ পয়েন্ট
কিংবা কোনো সেন্ট।
বাংলা মিডিয়াম নিয়ে,
বক্র বাক্যভেদ।

এসব করে তুমি যখন,
নিজের কাছেই গোলাম,
আমি তখন দৃষ্টিভঙ্গি
পাল্টে নিচ্ছিলাম।

Friday, January 27, 2017

নির্বাসন - Exile

Boston, 28-Jan-2017, 1:50 AM

ধূসর আলোয় ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে ব্যস্ততা,
একটা কোণে বাক্সে রাখা ভুলতে বসা তিক্ততা।
এমন করে যাবে জানি, ক্যালেন্ডারে দিন গুনি,
উজান মেঘে বৃষ্টি হয়ে, কেটে যাবে শূন্যতা।

কিন্তু এখন রাত কাটে না মন খারাপের সঙ্গতে,
পেনের কালি আমার সাথে আসর বসায় শেষটাতে,
একটি মেয়ের প্রতিচ্ছবি, রুকসানা বা জাহ্নবী,
আদর দিয়ে ফুটিয়ে তুলি আমার লেখা গল্পতে।

চোখ ভেঙে যে নিদ্রা আসে, গল্প থামে ঠিক তখন,
বিজলি বাতি কাঁদতে থাকে একলা আরো কিছুক্ষন।
চারিদিকে স্তব্ধতা, হারিয়ে যাওয়া মুগ্ধতা।
আরামদায়ক এই সময়ের আরেকটা নাম নির্বাসন।

Friday, January 06, 2017

যেভাবে দেখি তোমায় - The way I see you

Boston, 06-Jan-2017, 01:20 PM

একটা দুটো পায়ের ছাপ ফেলে,
এগিয়ে যাও সকাল স্নিগ্ধ ক'রে,
খুব চেনা এক গন্ধ মেদুর গায়ের,
পড়ে থাকে তোমার পথের 'পরে।

চোখখানিতে সুপ্ত কথা আঁকা,
চারপাশেতে কাজলকালো সাজ।
সেই আঁখিতে চশমা ঠিক করে
কেমন হবে তোমার মনমেজাজ।

হারমোনিয়াম খয়েরি সুর ধরে,
তোমার কণ্ঠে শাস্ত্রীয় কল্লোল।
বেহাগ যখন শুদ্ধ গা-তে আসে,
আমার মনে রক্তিম হিল্লোল।

নীল শাড়িতে এক আকাশ তুমি,
লাল সালোয়ার মাতাল করা রূপে,
সকাল-সন্ধ্যে তোমায় আমি চিনি
কপাল জুড়ে ছোট্ট কালো টিপে।

মঞ্চে তুমি নতুন মানুষ গড়ো,
'নন্দিনী'কে নিজের করে শেখা,
হাততালিরা থামলে পরে, এসো;
গ্রীনরুমের পাশেই পাবে দেখা।

এভাবে ঠিক ফিরেই আসো তুমি,
প্রত্যেকদিন নতুন নতুন করে,
ওদের কাছে হারিয়ে যাই আমি,
বসত করি দিকশূন্যপুরে।