Edmonton, 14-Nov-2015 2:02 AM
যেখানে যেখানে ছেড়েছো আমায়,
আমি সেখানেই পড়ে আছি।
তবু যদি দেখো এসে ফিরে,
পাবেনা সেথায় আমায়।
খুঁজবে জানি আমাকেই,
তাই বলতে পারি হরফ করে,
পাবেনা সেথায় আমায়।
তোমাদের সকলের শত-সহস্র ফারাক,
শুধু মিল একচিলতে,
না আমাতে নয়, আমার সততায়।
যখন এগিয়েছি তোমাদের দিকে,
কখনও মনে করিনি সুযোগের কথা,
চেয়েছি নিজের ভিতরে যা আছে,
তা-ই তোমাদের যেন দেখাতে পারি।
এই কাটাকুটির পৃথিবীতে অন্তত
একটা দান যেন সরল হয়।
দানগুলো সরল ছিল,
তাই বোধ হয় তোমরাই সকলে জিতে গেলে,
আমি জিততেও চাইনি,
শুধু চেয়েছিলাম সততার দামটুকু পেতে,
তা-ও আজ তুই পেতে দিলি না।
বা হয়ত সত্যিই সততার দাম-ই বুঝিয়ে দিলি।
যেখানে যেখানে ছেড়েছো আমায়,
আমি সেখানেই পড়ে আছি।
তবু যদি দেখো এসে ফিরে,
পাবেনা সেথায় আমায়।
খুঁজবে জানি আমাকেই,
তাই বলতে পারি হরফ করে,
পাবেনা সেথায় আমায়।
তোমাদের সকলের শত-সহস্র ফারাক,
শুধু মিল একচিলতে,
না আমাতে নয়, আমার সততায়।
যখন এগিয়েছি তোমাদের দিকে,
কখনও মনে করিনি সুযোগের কথা,
চেয়েছি নিজের ভিতরে যা আছে,
তা-ই তোমাদের যেন দেখাতে পারি।
এই কাটাকুটির পৃথিবীতে অন্তত
একটা দান যেন সরল হয়।
দানগুলো সরল ছিল,
তাই বোধ হয় তোমরাই সকলে জিতে গেলে,
আমি জিততেও চাইনি,
শুধু চেয়েছিলাম সততার দামটুকু পেতে,
তা-ও আজ তুই পেতে দিলি না।
বা হয়ত সত্যিই সততার দাম-ই বুঝিয়ে দিলি।
No comments:
Post a Comment