20th Mar'15 11:34 A.M, Edmonton, Canada
তোমার মন খারাপের সময় হলে আমার কাছে আসো,
রোদ-বিকেলের তেজ ফুরোলে আমার ছায়ায় বসো |
রাতের নেশা ওই আকাশে সূর্য হয়ে এলে,
আমায় ডেকে আমার মনের গল্প ভালবেসো |
তোমার নিজের প্রতি চর্যা শেষে দু'চোখ তুলে দেখো,
আকাশ-পানে তাকিয়ে থেকে গন্ধ নিতে শিখো,
শপিং মলের কৃত্তিমতা নাইবা পেতে পারো,
সরলরেখায় নিজেকে চেনার রাস্তাটাকে রেখো |
তোমার মন খারাপের সময় হলে আমার কাছে আসো,
রোদ-বিকেলের তেজ ফুরোলে আমার ছায়ায় বসো |
রাতের নেশা ওই আকাশে সূর্য হয়ে এলে,
আমায় ডেকে আমার মনের গল্প ভালবেসো |
তোমার নিজের প্রতি চর্যা শেষে দু'চোখ তুলে দেখো,
আকাশ-পানে তাকিয়ে থেকে গন্ধ নিতে শিখো,
শপিং মলের কৃত্তিমতা নাইবা পেতে পারো,
সরলরেখায় নিজেকে চেনার রাস্তাটাকে রেখো |
No comments:
Post a Comment