Sunday, August 30, 2015

গোলাপি রঙের মাফলার - The pink scarf

Edmonton, 30-Aug-2015 3:27 PM 

স্নিগ্ধতার অন্যরকম সংজ্ঞা দেখলাম ।
গোলাপি রঙটার যে স্নিগ্ধ সংস্করণ হয়,
তোমাকে তা জড়িয়ে ছিল ।
তোমার মুখে বুদ্ধির দীপ্তি,
তোমার চোখে আত্মম্ভরিতা,
তোমার চলায় সাধারণ ছন্দ ।
তুমি কি সবার থেকে আলাদা ?
নাকি ঠিক সবার মত, তাই সবার থেকে আলাদা ?

তুমি চোখের আড়াল হলে,
কিন্তু মন যখন আয়না হয়,
তখন আলোর কি সাধ্য থাকে
কাউকে অদৃশ্য করার ?

তোমাকে খুঁজলাম জলকেলিতে,
তোমাকে খুঁজলাম ক্লান্ত পথে,
তুমি কি ব্যাস্ত ছিলে
নিজের মনের আগলের পাড়ে ?

জানি তোমাকে পাওয়া যায় না,
জানি তোমাদের পাওয়া যায় না ।
আমরা এভাবেই থাকি, মনের মানুষ মনে থাকে ।
শুধু দিন চলে যায়, কাজ শেষ হয়, সভ্যতা এগোয়,
কোন কোন দৃষ্টিভঙ্গিতে আমরাও অনেক এগোই ।
কিন্তু তোমাদের ছুঁতে পারি না ।
এভাবেই মৃত্যু আসে, জীবনের অবকাশে ।

No comments:

Post a Comment