Edmonton, 8-Jun-2015 6:21 PM
তোমার তিলোত্তমা ছাড়ার সময় হল,
মনে থাকবে গড়ের মাঠ?
মনে থাকবে সাউথ সিটি?
মনে থাকবে গঙ্গা পেরিয়ে,
এক পাল স্বপ্নকে বিসর্জন দেওয়া?
তুমি কেবলই উদ্দ্যশ্যহীন জীবনযাত্রা;
নদীতে কি নাইতে যাবে আর ?
দেওয়াল ঘড়ি খুলে রাখতে পারো,
দীর্ঘ ছায়া জানলা দিয়ে দেখো।
একজন-ও কি মনের সাথী আছে?
খেলার সাথী বার বার-ই তো আসে,
হাজার রাশি ফুরিয়ে এলো তবে,
তোমায় এবার ছেড়ে যেতেই হল ।
তোমার তিলোত্তমা ছাড়ার সময় হল,
মনে থাকবে গড়ের মাঠ?
মনে থাকবে সাউথ সিটি?
মনে থাকবে গঙ্গা পেরিয়ে,
এক পাল স্বপ্নকে বিসর্জন দেওয়া?
তুমি কেবলই উদ্দ্যশ্যহীন জীবনযাত্রা;
নদীতে কি নাইতে যাবে আর ?
দেওয়াল ঘড়ি খুলে রাখতে পারো,
দীর্ঘ ছায়া জানলা দিয়ে দেখো।
একজন-ও কি মনের সাথী আছে?
খেলার সাথী বার বার-ই তো আসে,
হাজার রাশি ফুরিয়ে এলো তবে,
তোমায় এবার ছেড়ে যেতেই হল ।
No comments:
Post a Comment