Boston, 4-Sep-2017, 4:28 PM
অতল পথে চলেছিলেম, ঝাপসা কোনো দিকে,
হঠাৎ যেন দেখতে পেলেম মনের চাওয়া-কে।
সফেদ জামা আর তোমার কানে রাজকীয় দুল,
রোদ্দুরেতেও বৃষ্টি আনে তোমার খোলা চুল।
তুমি যখন গঙ্গাপাড়ে, রোদচশমায় আড়াল,
তোমার চুড়ির ঝঙ্কারে বাতাস হলো মাতাল !
নীল পাড় আর লাল শাড়িতে যৌবন অঘোষ,
ভীষণ রাতের আধো-আলোয় জীবন্ত মালকোষ।
তোমার প্রিয়, সাতসমুদ্র পারে-ই তোমায় চায়,
তোমার মনও সাজানো আছে প্রেমের মূর্ছনায়।
কিন্তু তোমার মুখের আদল, থাকবে মনে আঁকা,
সৌন্দর্য্যকে প্রেম দিয়েও যায় না বেঁধে রাখা।
অতল পথে চলেছিলেম, ঝাপসা কোনো দিকে,
হঠাৎ যেন দেখতে পেলেম মনের চাওয়া-কে।
সফেদ জামা আর তোমার কানে রাজকীয় দুল,
রোদ্দুরেতেও বৃষ্টি আনে তোমার খোলা চুল।
তুমি যখন গঙ্গাপাড়ে, রোদচশমায় আড়াল,
তোমার চুড়ির ঝঙ্কারে বাতাস হলো মাতাল !
নীল পাড় আর লাল শাড়িতে যৌবন অঘোষ,
ভীষণ রাতের আধো-আলোয় জীবন্ত মালকোষ।
তোমার প্রিয়, সাতসমুদ্র পারে-ই তোমায় চায়,
তোমার মনও সাজানো আছে প্রেমের মূর্ছনায়।
কিন্তু তোমার মুখের আদল, থাকবে মনে আঁকা,
সৌন্দর্য্যকে প্রেম দিয়েও যায় না বেঁধে রাখা।