Friday, October 28, 2011

বাসবো বলে ভালো - To love you

সে দিন ছিল বিকেলবেলা, সেদিন আধো-আলো |
সেদিন তুমি দাঁড়িয়ে ছিলে বাসবে বলে ভালো |

মন আমার উদাস হাওয়ায় নীড় খুঁজতো ছোট,
মাঝদরিয়ায় হয় না যেথায়, নিঃশ্বাসেতে কষ্ট |

পথের মাঝে হঠাৎ দেখা, বুকের মাঝে ভয় |
মনে হল,ছুটছি আমি সর্বনাশের আশায় |

শুন্যতার বাঁধন খুলে,মায়াবী এক জোয়ারে,
তুমি এসে জায়গা নিলে নির্জন করিডরে |

নদীর বুকে ভাসিয়ে ভেলা, বয়ে চললাম অজানায় |
প্রেম-ও বলে চল রে তুই, নীল আকাশের সীমানায় |

মনের মেঘ সরে যেতেই আকাশ কেমন কালো |
তবে কি আমায় সত্যি-ই, বাসেনি কেউ ভালো ?

আমি ছিলাম অন্ধকারে, মোহ দিয়ে ঘেরা,
রঙিনের কৃত্তিমতা শোষণ করতো যারা |

হঠাৎ দেখি করিডরে শ্যাওলা জমেছে বড্ড |
নদী কেমন থমকে গিয়ে পঙ্কিলতায় মগ্ন |

বাঁচতে গিয়ে ছাড়তে হল নষ্ট এক নদী,
ছায়ার পাশে শুধু আমি, নেই কোনো বিবাদী |

আজ এখন গোধুলি-বেলা, অল্প একটু আলো |
এখনো আমি দাঁড়িয়ে আছি বাসবো বলে ভালো |

Friday, October 21, 2011

সূর্যের স্নিগ্ধ শীতল গোপন রশ্মি - The graceful cold ray of the Sun

দিগন্ত-টা তখন ছোট ছিল,
ইচ্ছেগুলো আরো ছোট |
চাহিদাগুলো কম ছিল,
পঙ্কিলতা আরো কম |

স্বপ্নগুলো তখন-ও মায়াবী ছিল,
বাস্তবের আকাশ-টাও এতটা মেঘলা ছিল না |
Street Light-এর আলো তখন-ও হলুদ ছিল,
ভোরের কুয়াশা-কে তখন-ও মাফলার-এ আপন করে নিতাম |

বয়স বাড়ল একটু,
অভিজ্ঞতা বাড়ল একটু বেশি,
সেটার পিছনে যদিও এই বয়সটার-ই দোষ,
দোষের থেকে বলা ভালো দান |

মানুষ চিনতে শিখলাম,
পরিস্থিতির স্বীকার হতে শিখলাম,
সেখান থেকে উদ্ধার হতে শিখলাম |
কিন্তু বুঝতে পারিনি,
এই শেখার মাঝেই পাল্টে যাচ্ছে কত কিছু |

দিগন্ত-টা কখন বুঝি ছোট্ট মাঠ থেকে সাগরে চলে গেছে,
ইচ্ছেগুলো দূর-থেকে-দেখা পেরিয়ে পাশে-বসায় পৌঁছেছে,
চাহিদাগুলো ২ মিনিট-এর call থেকে ১ দিনের outing-এ গড়িয়েছে,
আর গঙ্গা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগরের দুরত্ব অতিক্রম করেছে |

কিন্তু স্বপ্নগুলো এখনো মায়াবী রয়ে গেল,
বাস্তবের আকাশেও শুধুই পেঁজা মেঘে নীলের ছোঁয়া,
রাস্তায় এখনো tubelight-এর আলো এলো না,
ভোরের কুয়াশা-য় মাফলারের সঙ্গ ছাড়া গেল না |

এসবের মাঝেও আরো কিছু অনুভুতি বদলায়নি |
তুমি আগেও আমার মতো করে গোপন ছিলে, এখনো সেভাবেই গোপন আছ |
তুমি আগেও শীতের ঝরা পাতা ছিলে, এখনো তাই আছ |
তুমি আগেও সূর্যের স্নিগ্ধ রশ্মি ছিলে, এখনো সেরকম-ই আছ |