Monday, June 24, 2013

ভবিষ্যত - The Future

25th June 1:25 A.M

উপলব্ধি করলাম,
পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে |
সময়রা সব ফন্দি আঁটছে আমার বিরুদ্ধে |
আমি নিরুপায়;
উপায় গুলো সময় চুরি করে নিয়েছে;
আর আমি হয়ে গেছি বোকা এক দর্শক |
Stereotype হয়ে গেছি;
এবার তোমার জুতোর তলার কাঁকড় হবো;
সেটারও আঁচ পাচ্ছি |
সুতরাং, আরও একবার ছাড়াছাড়ি তোমার সাথে;
এবার হরফের দুনিয়ায় |
তবু আট নম্বর লাইনে কোথায় যেনো খারাপ লাগলো |
কিন্তু, "তবু" ছেড়ে এগিয়ে তো যেতেই হবে,
আমায় |

Monday, June 03, 2013

ভাবছো - Vabcho

3rd June'13 11:05 P.M

আর এক ঘন্টা বাদে তোমার প্রাপ্তবয়স্ক-প্রাপ্তি,
রঙ্গিন কত স্বপ্ন ছিল এই সব দিনের |
আমার "কাপুরুষ" খেয়াল খুশিতে আজ তারা সাদা কালো |

বেশি কিছু বলার নেই,
তাতে মিষ্টত্ব হারাবে এই দিনটা |
কিন্তু সেটা হতে পারে না,
কারণ এই দিনটা শুধুই
মৌমাছিদের, রঙ্গিন প্রজাপতিদের,
আর আমার দেখা সেরা সৌন্দর্য্যের |

ভাবছো হয়তো ভুলে গেছি;
সেই ভালো |

Thursday, May 30, 2013

Holud Ronger Deoal - হলুদ রঙের দেওয়াল

31st May'13  12:47 A.M

আমার নিজের পুপে ছিল |
যার মধ্যে আমি মিশে যেতাম,
যার পেলব হাতের ছোঁওয়া, চুল থেকে হঠাৎ-ই কপালে চলে আসতো
আর আমার চারিদিক অন্ধকার করে দিত |

কিছুক্ষণ বাদেই নতুন আলোয় আমি সরলরেখা আঁকতাম,
সূর্যাস্তের কপাল বেয়ে চিবুকে এসে যখন সে রেখা থামত,
সে আর সরল নেই, বেঁকে চুরে গেছে |
তাও বেশ সরল সোজা মলিন এবং আরো হাজারো সরলরৈখিক বিশেষণে মাখানো লাগত;
তোমায় এবং তোমার রেখাগুলোকে |

কবিতাটা কোনদিন তো "কবিতা"র মতো করে লিখতে পারলাম না |
শুধু নিজেকে উজাড় করেছি; যেমন করতাম তোমার কাছেও |

কিন্তু আমিই খারাপ, খুব খারাপ;
শুধু তোমার বা সমাজের নয়, নিজের কাছেও |
নিজের কাছে বারবার হেরেছি;
তোমার সাথে প্রতিযোগিতার সাহস নেই আমার |

আক্ষেপ হয় একটাই; তুমি কোনদিন এ লেখাগুলো জানবে না, খুঁজবে না |
তারপরে একটু ভেবে বুঝতে পারি, আক্ষেপটা অন্য: তুমি তো বুঝবেও না |

Thursday, May 23, 2013

Kapurursh - কাপুরুষ

23rd May'13 8:53 P.M

তোমার সমস্ত মেয়েলি দিকগুলো যত্নে রেখেও
তুমি কখনো ভনিতা করতে না |
তুমি ছিলে একটু আলাদা |
না না দুরে চলে গেছো বলে বলছি, তা নয়;
মনের মধ্যে ছিল সব সময়ই |
কিন্তু মানুষ খুব কাছে থাকলে,
তার ত্রুটিগুলো বেশি করে মনে লাগে |

তোমার স্বাধীনতা চার দেওয়ালে ডানা মেলত,
তোমার পরাধীনতা নীল দিগন্তের নিচে আমার বুকে শোভা পেত;
আলাদা তো তোমাকে বলতেই হয় |
কিন্তু আমি বোধ হয় ভিন্নতারও পরিবর্তন চাই |
তাই তোমাকে রাখতে পারলাম না,
বলতেই হল "ভালো থেকো" |