Friday, October 09, 2015

শ্রেয়ক ১ - The Masculine Betterment 1

Edmonton, 9-Oct-2015 5:49  PM 


ছেলেটার পাড়ায় নামডাক ছিল ।
আমরা তাকে শ্রেয়ক বলতাম ।
পাড়ার চারপাশের বন্ধুবান্ধব, আত্মীয়
তাঁকে ভালবাসা আর সম্মান - দুই-ই দিত ।
তবে সেটা ছেলেটার ভাল করেছিল না খারাপ,
তা বোধ হয় সময়ই বলবে !

ছেলেটা বাইরে একদিন এক নীল গাছ দেখল ।
আগে সে কোনদিন দেখেনি গাছ ।
অবাক হল, কিন্তু মেনে নিল,
গাছ নীল-ই হয় ।
পড়াশোনার সূত্রে সে গোবরডাঙ্গায় এল,
এখানে আবার গাছের নতুন এক রঙ দেখল - গোলাপি ।
সে ভাবল, গাছ বুঝি দুই প্রকারের ।
এতদিনে সে বড় হয়েছে, তার মন পরিণত,
সে মন নিয়ে, নতুন কিছু মেনে নেওয়া বড় কঠিন ।

একদিন তার বন্ধুরা তাকে নিয়ে বেড়াতে গেল,
সেখানে আবার এক নতুন রঙের গাছ পেল সে।
তার বন্ধুরা বলল, "দেখ কি সুন্দর লাল রঙের দেখতে",
শ্রেয়ক তা মানতে চায় না ।
নাহ, এ গাছ গোলাপি তার কাছে ।
তার মনের জানলাগুলো যে সব বন্ধ ।

এরপরে সে বাড়ি ফিরে কবিতা লিখছিল,
উদাস হয়ে জানালার দিকে তাকিয়ে ।
হঠাৎ দুরে দেখতে পেল এক সবুজ রঙের গাছ ।
বুঝতে পারল রঙ-টা সবুজ ।
মন মানছে, কিন্তু তার মস্তিষ্ক মানতে পারছে না।
সে ভাবছে গাছের রঙ নীল,
কারণ তার অভিধানে গাছের তো দুই প্রকার !

এই গল্পকবিতা অসম্পূর্ণ,
হয়ত শ্রেয়ক কোনদিনও বুঝবে যে,
তাদের পৃথিবীতে প্রত্যেক গাছই আলাদা,
অথবা হয়ত সম্পূর্ণ সুস্থ দুটি চোখ নিয়েও,
শ্রেয়কের অন্ধত্ব-দশা চলতেই থাকবে ।
গাছেদের আক্ষেপ নিজেদের কাছে 
তারা তাদের রঙ মেলে,
উদ্ভাসিত হতে পারল না শ্রেয়কের মত মানুষের কাছে।
তবে গাছেদের রঙ তো প্রকাশে,
প্রকাশের উপলব্ধিতে নয় - এটাই তাদের বাঁচার রসদ ।


No comments:

Post a Comment