Wednesday, October 21, 2015

তুই - You

Edmonton, 22-Oct-2015 12:04 AM 

প্রযুক্তির যুগের এই বোধ হয় প্রাপ্তি -
মনোযোগ দিয়ে বসে থাকা,
শুধু অপেক্ষা ।
কখন ইনবক্সে আসবে এক না-পড়া বার্তা ।
বারংবার একই লেখা পড়া,
ক্লান্ত হয়েও সেই লেখার মধ্যে
অন্য কোন ইঙ্গিতের খোঁজে
আবার সে লেখায় ডুব ।

কেটে গেল দিনটা এভাবেই,
কিছু কিছু দিন বোধ হয় এভাবেই কাটে ।
কিন্তু সেসব দিনেই আবার ভয় নেমে আসে,
ভয়টা নিজেকেই, তাই বোধ হয় চিন্তাও বেশি ।

নিজেকে যতটা চিনেছি,
তাতে নিজের কাছে নিজের অচেনা হতে,
সময় বেশি তো লাগে না ।
তবুও ইচ্ছে করে আশায় থাকতে -
সেই ভয়, সেই সংশয়,
হয়তো যাবে ধুয়ে-মুছে,
তোরই আশ্বাসে, তোরই ভরসায়,
তোরই বিশ্বাসে, তোরই সাহসিকতায় ।

No comments:

Post a Comment