Edmonton, 9-Oct-2015 5:26 PM
কাকে বলে একা থাকা ?
কাকে বলে দোকা ?
তোমার বাড়ির জানালায়
যদি আমার মন পড়ে' থাকে,
তোমারই অজান্তে,
তুমি কি তবে পারবে জানতে,
তুমি একা না আমি ?
তোমার ওপর একটা পর্দা,
আমার ওপর অন্য রঙ -
দুটো আচ্ছাদন কি পেরনো সহজ এতই ?
আমার স্বচ্ছতা হয়ত প্রকাশ পেত,
তোমারই আন্তরিকতায় ।
কিন্তু সব সম্ভাবনা তো বাস্তব হয় না,
কল্পনা তো আরই নয় ।
তুমি করে যেও অভিনয়,
পর্দার ওপার থেকে,
যতদিন না কোন রক্তমাংসের নায়ক,
তোমাকে উদ্ধার করছে ।
আমি আশা করবো সে সময় দীর্ঘায়িত হবে না,
কারণ তোমার অস্বস্তি, কষ্ট -
তা তুমি যতই আড়াল করো -
এগুলো তো প্রশমিত হবে ।
ওষুধ না হয় না-ই বা হলাম,
প্রার্থনাই সই ।
কাকে বলে একা থাকা ?
কাকে বলে দোকা ?
তোমার বাড়ির জানালায়
যদি আমার মন পড়ে' থাকে,
তোমারই অজান্তে,
তুমি কি তবে পারবে জানতে,
তুমি একা না আমি ?
তোমার ওপর একটা পর্দা,
আমার ওপর অন্য রঙ -
দুটো আচ্ছাদন কি পেরনো সহজ এতই ?
আমার স্বচ্ছতা হয়ত প্রকাশ পেত,
তোমারই আন্তরিকতায় ।
কিন্তু সব সম্ভাবনা তো বাস্তব হয় না,
কল্পনা তো আরই নয় ।
তুমি করে যেও অভিনয়,
পর্দার ওপার থেকে,
যতদিন না কোন রক্তমাংসের নায়ক,
তোমাকে উদ্ধার করছে ।
আমি আশা করবো সে সময় দীর্ঘায়িত হবে না,
কারণ তোমার অস্বস্তি, কষ্ট -
তা তুমি যতই আড়াল করো -
এগুলো তো প্রশমিত হবে ।
ওষুধ না হয় না-ই বা হলাম,
প্রার্থনাই সই ।
No comments:
Post a Comment