Friday, March 20, 2015

দু' কলম - Few lines

20th Mar'15 11:34 A.M, Edmonton, Canada

তোমার মন খারাপের সময় হলে আমার কাছে আসো,
রোদ-বিকেলের তেজ ফুরোলে আমার ছায়ায় বসো |
রাতের নেশা ওই আকাশে সূর্য হয়ে এলে,
আমায় ডেকে আমার মনের গল্প ভালবেসো |

তোমার নিজের প্রতি চর্যা শেষে দু'চোখ তুলে দেখো,
আকাশ-পানে তাকিয়ে থেকে গন্ধ নিতে শিখো,
শপিং মলের কৃত্তিমতা নাইবা পেতে পারো,
সরলরেখায় নিজেকে চেনার রাস্তাটাকে রেখো |

Sunday, March 08, 2015

তোমার হাতে রক্ত দেখবো - Blood in your hands

8th Mar'15 01:34 A.M, Edmonton, Canada

রক্ত দেখাও আমায়,
তোমার হাতে দেখতে চাই সে রক্ত |
আমাকে মারো,
মেরে ছিন্নভিন্ন করে দাও,
বেঁচে থাকার অধিকার আর নেই ।
মানুষের যে নূন্যতম মূল্য,
সেটুকুও নিশ্চিত করতে পারিনি
এত বছর ধরে এ পৃথিবীতে ।
বিভাজন করে গেছি
হাজারো কারণে, মননে, চিন্তায় ;
কিন্তু মানুষের মনুষ্যত্বের
ভিত্তিটাই সকলের কাছে হারিয়ে গেল ।
পণ্য, সামগ্রীর সাথে
কোনো রকম পার্থক্য রইলো না আমাদের ।
নিজেদের আচরণকে পাশবিক বলা -
এ বোধ হয় অত্যুক্তি হবে ;
পশুরা এর থেকে ঢের বেশি মানবিক ।

এর উলটপুরান ঘটাতে পারে রক্তই ।
জেগে ওঠ,
ছারখার করে দাও
মানবের এই কৃত্তিম মানবিক পরিশীলন ।
তোমার দেহের রক্তে যে রং,
আমার দেহে তা মানায় না,
ওই লালের উত্তরাধিকার আমার নয় ।
বর্ণহীন করো আমায় ।
তোমার হাতে রক্ত দেখবো,
তবেই যদি আজ শান্তি নামে ।