Friday, October 09, 2015

উষ্ণতাই শ্রেয়

Edmonton, 21-Sep-2015 4:15 PM 

শীতলতা এখন অভ্যেস,
আলাদা করে প্রভাব ফেলে না ।
তবু আমার দেহ-মন তো উষ্ণ পরিবেশেরই !
এক পরিপাটি উষ্ণতা দেখেও 
কি তবে তার কাছে আমার ধরা দেওয়া উচিত নয়, 
স্রেফ নতুন, শীতল অভ্যেসের বশে ? 
জানি, এই নতুন অভ্যেসের জন্যই 
হয়ত উষ্ণতা আমাকে আপন করবে না । 
হয়ত দেহ মেনে নেবে না, 
হয়ত মনের অসুখ হবে, 
হয়ত অনেক বিপত্তি আসবে । 
তবে সেই সব হাজারও বিপন্নতা পেরিয়ে 
যদি সেই আবহাওয়ার সাথে অন্তরলীন হওয়া যায়, 
সেটাই তো জীবনের সার্থকতা । 
তাই অপেক্ষাতে থাকাই তবু শ্রেয় | 
উষ্ণ আবেশের বশবর্তী হওয়ার আকাঙ্খাটা-টুকু রাখা যায়। 
যদি কখনো উষ্ণতার 
একটুকরো শীতল পৃথিবীর খোঁজ পড়ে !

No comments:

Post a Comment