Kolkata, 23-Dec-2015, 12:41 AM
আবার খুব অগোছালো লাগছে,
তোমাকে ছাড়া আমার জীবন যেমন লাগত।
তোমাকে নিয়ে ভাবতাম,
কোনো কবিতাই লিখব না,
অথচ সেই তোমায় নিয়েই সর্বাধিক লেখা।
আজ হঠাত ই তোমার শরীরের
সুক্ষ কিছু কথা মনে পড়ে গেল।
সেখান থেকে তোমাকে আমার ভালবাসার কথা,
কাঁদলাম ও সামান্য।
মনে হল তোমার কাছে ছুটে চলে গিয়ে,
তোমার বুকে মুখ লুকিয়ে কাঁদি।
পরক্ষনেই তোমার সাথে আমার
সারাজীবন থাকতে না পারার অপারগতা মনে এল।
তখন বুঝলাম আসলে আমি আমার
নিজের ভালবাসা দিতে না পারার অক্ষমতাকেই মিস করি,
তোমাকে নয়।
আবার খুব অগোছালো লাগছে,
তোমাকে ছাড়া আমার জীবন যেমন লাগত।
তোমাকে নিয়ে ভাবতাম,
কোনো কবিতাই লিখব না,
অথচ সেই তোমায় নিয়েই সর্বাধিক লেখা।
আজ হঠাত ই তোমার শরীরের
সুক্ষ কিছু কথা মনে পড়ে গেল।
সেখান থেকে তোমাকে আমার ভালবাসার কথা,
কাঁদলাম ও সামান্য।
মনে হল তোমার কাছে ছুটে চলে গিয়ে,
তোমার বুকে মুখ লুকিয়ে কাঁদি।
পরক্ষনেই তোমার সাথে আমার
সারাজীবন থাকতে না পারার অপারগতা মনে এল।
তখন বুঝলাম আসলে আমি আমার
নিজের ভালবাসা দিতে না পারার অক্ষমতাকেই মিস করি,
তোমাকে নয়।