Saturday, April 28, 2012

বন্ধু - Friend

ঘরের বাইরে অন্ধকার রেলিংটা,
একটা নাম-না-জানা-পাখি,
অসময়ে মন-বেবাগী,
অজান্তেই ভিড়লো খেয়ালটা !

যদি মুছে যায় দুরন্ত সময়,
থমকায় আজকের কাঁটা,
থাকে সবুজে আঁকা পাতা,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

হাতে রঙিন বিলাস ধরা পড়ুক,
তবু চোখে ঘনায় কালোছায়া,
সবই ধুসর মনে মায়া,
স্মৃতিরা পিছুটানে বেঁচে থাকুক..

কিছু বাঁধভাঙ্গা উদ্দীপনা,
তারই মাঝে কিছু হারানো কবি,
আর ফেলে আসা ছায়াছবি,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

বন্ধু কাছে এস,
থেকে দূরের দেশেও,
ঠিক আগের মতই,
তুমি ভালোবেসো !

বন্ধু দেখো ফিরে,
থাকো যতই দূরে,
বুকে সুরটা নিয়ে,
জানি ফিরবে ছেড়ে !

ওই দেখো পুবের দিকে চেয়ে,
কি অমলিন সুবাতাস,
ও যে তোমারই পূর্বাভাস,
জানি আসবে তুমি সব সয়ে !

এই গানটা তোমায় কখনও,
দেবে আমাদের সন্ধান,
বন্ধুত্বের কলতান,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু কাছে এস,
থেকে দূরের দেশেও,
ঠিক আগের মতই,
তুমি ভালোবেসো !

বন্ধু দেখো ফিরে,
থাকো যতই দূরে,
বুকে সুরটা নিয়ে,
জানি ফিরবে ছেড়ে !

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

No comments:

Post a Comment