Tuesday, March 13, 2012

'ভাল' থাকুক 'মন' - Wish you well, Mon

মাঝরাতে ভেঙে যাওয়া ঘুম নিজেকে একা ভাবে,
ফিকে হয়ে যাওয়া চিন্তারা যেন আবার জাগে |

এক ঝাপটায় সবকিছু এসে টান মেরে ফেলে |
উড়ো চিঠি, তার নিজের, অমোঘ মায়াভরা জালে |

আধ-ঘন্টা আগে আসা সে বার্তা আদপে কিন্তু নিরীহ,
এমন কিছুই ছিল না সাথে, যাতে জন্মায় কোনো মোহ |

তাও দেখো, রাত ৩টে তেও আবেশে মোড়া আমি |
হয়তো সেটা তোমার credit, নয়তো পাগলামি |

পাগল আমি হতে পারি একটা মাত্র কারণে,
তোমাকে নিজের অন্দরে পাব, সবার আনমনে |

আমাকে অনেকে ভুল বোঝে, বোঝো না শুধু তুমি |
গান-কবিতা এসব কিছুই তোমার মতই দামি |

যাওয়ার আগে মনের কিছু ছবি এঁকে দিয়ে যাই,
বুকের বাঁদিকে লাল-গোলাপের জায়গাটুকু চাই |

No comments:

Post a Comment