আবেশে মাখানো ভাল লাগে নীল,
তোমাতে-আমাতে ছিল না তো মিল |
তবু সব কবিতায় অবিশ্বাস্য তুমি,
আঁতেল হয়েও তোমার অনুগামী |
আমি তো ভালোবাসিনা সাগর,
নীলের মধ্যে অজানা এক জোর !
তুমিও কি সেই একইরকম নীল?
সাগরকেও তো বলেছি অশ্লীল |
নিজের দায়ে চাইতে পাইনি উপরে,
নিজের ভুল যাতে কেউ না ধরে !
একাধারে সাগর, তাতে মিশে যাওয়া নীল,
পাহাড়ে-আকাশে শুধুই যে মিল |
তোমাতে-আমাতে ছিল না তো মিল |
তবু সব কবিতায় অবিশ্বাস্য তুমি,
আঁতেল হয়েও তোমার অনুগামী |
আমি তো ভালোবাসিনা সাগর,
নীলের মধ্যে অজানা এক জোর !
তুমিও কি সেই একইরকম নীল?
সাগরকেও তো বলেছি অশ্লীল |
নিজের দায়ে চাইতে পাইনি উপরে,
নিজের ভুল যাতে কেউ না ধরে !
একাধারে সাগর, তাতে মিশে যাওয়া নীল,
পাহাড়ে-আকাশে শুধুই যে মিল |
No comments:
Post a Comment