Friday, February 10, 2012

Rebeca - Annual Cultural Fest of BESU

শীতের রং ধুসর হয়ে আবছায়া-মলিন,
ফিরে আসছে রাত্জাগানো রেবেকা, রঙীন |

বসন্তের প্রথম ছোঁয়ায় সবুজের বিশ্বাস,
সারাবছরের স্বপ্নেরা সব পাচ্ছে আশ্বাস |

ধুলো-সরানো তালা-চাবি |
Union Room-এ আসার ছবি |
ভোরের রাতে পাখিদের ডাক,
কাজের মাঝে নেই একটুও ফাঁক |
টাওয়ার ক্লকে রাত দেড়টা,
সিগারেটের শেষ টানটা |

মন-মাতানো, হৃদ-রাঙানো, রেবেকা |

চাঁদের বাড়ির ইচ্ছেরা সব দিয়েছে রওনা |
কাঁচা-মিঠে বাসনারা যেন মেলছে ডানা |

গীটার-কীবোর্ড Jamming Session, ইচ্ছের মুক্তি |
শিকল ভেঙে রং ছড়ায়, আলতো-অনুভুতি|

আবার একবার দুর্গাপুজো |
চারদিকে রব সাজসাজ |
সপ্তমীতে Classical Song,
অষ্টমীতে Kolkata, Bong |
নবমীতে Rock-এর দোলা,
Mumbai হয়ে বিদায়-বেলা |

দশমী-শেষে, এই কটাদিন, রেবেকা |

No comments:

Post a Comment