Tuesday, May 08, 2012

অস্তিত্ব - Existence

আকাশে কৃষ্ণচূড়া দোলে,
বাতাস মাথা রাখে কোলে,
কিন্তু অন্য কোন্দলে,
বসন্তে ঝরাপাতা ওড়ে,
তখনো রাখবো তোমায় মুড়ে,
একে তো বিশ্বাস বলে, শহরে!

সঙ্গী ছিল এলোমেলো কথা,
ঢেকে দিত সব ব্যর্থতা,
মূল্যায়নে একচোখামি মিষ্টতা,
আত্মবিশ্বাসে আসা উচ্চতা !

তবু মানুষ কিন্তু ভিতু,
তাই একলা মানেই মৃত্যু,
কিছু অভিনেতা সঙ্গে নিয়ে,
নাটক একটু একটু |

মঞ্চে যবনিকা পতন,
আলোর মাঝে কালো তখন,
সহ-অভিনেতার মরণ,
হয়ে মানুষ আবার খোঁজে,
কোনো অন্য মঞ্চে সেজে,
স্বপ্ন শুধু স্বপ্ন খোঁজে !

To be continued...

No comments:

Post a Comment