একটা অঙ্ক করতে করতে হঠাৎ একটা হোঁচট,
সঙ্গে সঙ্গে বইয়ের পাতা হাতরাই,
একটা ফর্মুলা খুঁজে পাই,
ব্যাস কেল্লাফতে !
আমি নাকি অঙ্ক শিখে ফেললাম...
লোকে বলে, অঙ্কটা নাকি বুদ্ধিমানদের জমিদারি,
তাহলে আমি বেশ Intellectual,
যেখানে সবার অবস্থা বেহাল,
সেখানে দেখছি আমার চোখ-রাঙানি !
আমি এখন বুদ্ধিজীবি হওয়া শিখলাম...
ছোটবেলা দিদা বলতো জীবন নাকি অঙ্ক,
আমি তো রাজা সে সমাধানে,
এবার কে আটকাবে আমায় কে জানে,
জীবনে না চাই কারো সঙ্গ,
জীবনমুখীর সংজ্ঞা কোথায় জানতে চাইলাম !
শৌখিনতায় লনে চমক দেবে মার্সিডিজ,
ঠান্ডা বাতাস প্রত্যেক ঘরে ঘরে,
প্রেমের উত্তাপে থাকবে মন ভরে,
খাবার টেবিলে রংবাহারী সসেজ,
বিলাসকেই তো জীবন বলে জানলাম...
সময় যখন ভীসনভাবে একপেশে,
লুটে নিই সুযোগের ফায়দা,
Popularity-র একটুখানি কায়দা,
নিরপেক্ষতা বড্ড সর্বনেশে,
Class-Struggle-এ "জিতবো" বলেই লড়লাম...
আকাশে হঠাৎ অন্য মেঘের রেখা,
আসতে পারে অন্যরকম ঢেউ,
অঙ্ক বলে পাশে থাকবে না কেউ,
ঋণাত্বক ছোটবেলাতেই শেখা,
পাল্টে গিয়ে অন্য পথে চললাম...
হঠাৎ আবার সিঁদুরে মেঘ ঝরে,
ফর্মুলার নেই কান্ডজ্ঞান,
জীবন সেখানে বড় বেমানান,
জীবনে যে নাটক করে,
তাকেই আমি Actor নাম দিলাম...
অঙ্ক চলে আপন মনে নিজের ধাঁধায়,
জটিলতারও সরলীকরণ হয়,
জীবন ঠিক উল্টো খোঁজ পায়,
সহজকে বাঁধে জটিল কোনো বাঁধায়,
জীবনে জুড়ে নতুন অঙ্ক করলাম...
সঙ্গে সঙ্গে বইয়ের পাতা হাতরাই,
একটা ফর্মুলা খুঁজে পাই,
ব্যাস কেল্লাফতে !
আমি নাকি অঙ্ক শিখে ফেললাম...
লোকে বলে, অঙ্কটা নাকি বুদ্ধিমানদের জমিদারি,
তাহলে আমি বেশ Intellectual,
যেখানে সবার অবস্থা বেহাল,
সেখানে দেখছি আমার চোখ-রাঙানি !
আমি এখন বুদ্ধিজীবি হওয়া শিখলাম...
ছোটবেলা দিদা বলতো জীবন নাকি অঙ্ক,
আমি তো রাজা সে সমাধানে,
এবার কে আটকাবে আমায় কে জানে,
জীবনে না চাই কারো সঙ্গ,
জীবনমুখীর সংজ্ঞা কোথায় জানতে চাইলাম !
শৌখিনতায় লনে চমক দেবে মার্সিডিজ,
ঠান্ডা বাতাস প্রত্যেক ঘরে ঘরে,
প্রেমের উত্তাপে থাকবে মন ভরে,
খাবার টেবিলে রংবাহারী সসেজ,
বিলাসকেই তো জীবন বলে জানলাম...
সময় যখন ভীসনভাবে একপেশে,
লুটে নিই সুযোগের ফায়দা,
Popularity-র একটুখানি কায়দা,
নিরপেক্ষতা বড্ড সর্বনেশে,
Class-Struggle-এ "জিতবো" বলেই লড়লাম...
আকাশে হঠাৎ অন্য মেঘের রেখা,
আসতে পারে অন্যরকম ঢেউ,
অঙ্ক বলে পাশে থাকবে না কেউ,
ঋণাত্বক ছোটবেলাতেই শেখা,
পাল্টে গিয়ে অন্য পথে চললাম...
হঠাৎ আবার সিঁদুরে মেঘ ঝরে,
ফর্মুলার নেই কান্ডজ্ঞান,
জীবন সেখানে বড় বেমানান,
জীবনে যে নাটক করে,
তাকেই আমি Actor নাম দিলাম...
অঙ্ক চলে আপন মনে নিজের ধাঁধায়,
জটিলতারও সরলীকরণ হয়,
জীবন ঠিক উল্টো খোঁজ পায়,
সহজকে বাঁধে জটিল কোনো বাঁধায়,
জীবনে জুড়ে নতুন অঙ্ক করলাম...
No comments:
Post a Comment