Friday, February 10, 2012

ক্লিশে - Cliche

View on Facebook : Click Here


ফিকে হয়ে যাওয়া কিছু আধো-ইচ্ছেরা,
ভোর-রাতে ডেকে যাওয়া পাখিদের গাছেরা,
আলস্যের পীড়নে সয়ে যাওয়া হৃদয়েরা,
গেয়ে যায় মন-খারাপের গান |

সুযোগের অভাবে নষ্ট কিছু চিন্তা,
মিছিমিছি Surfing-e কেটে যাওয়া দিনটা,
আর পড়ে থাকা Day-dream-Loan-টা,
বলে যায় বড় হলি না তুই |

পুরনো সম্পর্কের অভিমানী হাতছানি,
মনে জমিয়ে দেওয়া অহেতুক গ্লানি,
First Week-এও zero পকেটমানি,
মনে করায় Dependency-টাই |

সবার মাঝে মিশে থেকেও একলা হয়ে বসে,
নিজেকে গুছিয়ে নেওয়া বড় একপেশে,
Market-এ চলতে গেলে মেনে নাও হেসে,
লোকে বলবে Corporate আর তুমি বলবে "ক্লিশে" |

No comments:

Post a Comment