কবিতা মানেই আমার কাছে ছন্দ,
সে ছন্দ শব্দে হোক বা মননে,
ভাবনায় হোক বা জীবনে !
সে যেন আবেগকে কাছে টানে...
আমার কবিতা তুমি পছন্দ করতে পারো,
কিংবা করতে পারো উপেক্ষা,
কে চায় তোমার প্রশংসা-ভিক্ষা !
কবিতা লিখে নিজেকে তো দিই শিক্ষা !!!
সেই শিক্ষার আবার করবে তুমি বিচার,
তোমার ঘাড়ে আছে কটা মাথা,
শিক্ষার আবার কাব্য-উৎকৃষ্টতা !
প্রলাপ বোকো না, সেটা ধৃষ্টতা !!
কবিতার সাথে Conspiracy-তে সময়কে যখন খাচ্ছি,
মগজে মিলেছে Poetic License,
হৃদয়ে আছে আবেগের ভাবাবেশ,
তাই দিয়েই হার্ড-ডিস্কটা করছি শেষ...
আমাকে চিনতে গেলে কবিতাগুলোও চাই,
নিজের জন্য কবিতা লিখি,
নিজেকে আমি দিইনা ফাঁকি,
তোমার কথাও ভেবে দেখি...
কিন্তু যদি আমার সাথে থাকো তুমি!
সে ছন্দ শব্দে হোক বা মননে,
ভাবনায় হোক বা জীবনে !
সে যেন আবেগকে কাছে টানে...
আমার কবিতা তুমি পছন্দ করতে পারো,
কিংবা করতে পারো উপেক্ষা,
কে চায় তোমার প্রশংসা-ভিক্ষা !
কবিতা লিখে নিজেকে তো দিই শিক্ষা !!!
সেই শিক্ষার আবার করবে তুমি বিচার,
তোমার ঘাড়ে আছে কটা মাথা,
শিক্ষার আবার কাব্য-উৎকৃষ্টতা !
প্রলাপ বোকো না, সেটা ধৃষ্টতা !!
কবিতার সাথে Conspiracy-তে সময়কে যখন খাচ্ছি,
মগজে মিলেছে Poetic License,
হৃদয়ে আছে আবেগের ভাবাবেশ,
তাই দিয়েই হার্ড-ডিস্কটা করছি শেষ...
আমাকে চিনতে গেলে কবিতাগুলোও চাই,
নিজের জন্য কবিতা লিখি,
নিজেকে আমি দিইনা ফাঁকি,
তোমার কথাও ভেবে দেখি...
কিন্তু যদি আমার সাথে থাকো তুমি!
No comments:
Post a Comment