3rd Oct'12 - 2:30 A.M
মেঘের দিনে যে ক্ষণে সবুজ ছিল বাতাস,
মরুভুমির চোরাবালিতে রুদ্ধ সে নিঃশ্বাস |
যে আদরে কখনও ছিল সর্বনাশের ছোঁয়া,
কবিতা হয়ে ফুরিয়ে গেছে অশরীরী কায়া |
আলো জুড়ে, তোমার ছটা,
দিনের কোলে, স্মৃতির ছায়া;
মনের ভাঁজে, তোমার গন্ধ ভাসে |
থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |
যে হাতে, ছন্দ সাথে, পেনের কালি পড়ত,
সেই শিরাতে, কোনো পীড়াতে, নীলে নীল ক্ষত |
দিনের আলোয়, নিজের বড় অচেনা ঠেকে,
রাতের নেশায় ফিরে আসে দংশিত বিবেকে |
অন্ধকারে দৃষ্টি রাখা;
তোমার চোখে আকাশ আঁকা;
সেই আকাশই, জলছবি হয়ে থাকে |
থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |
অনেক তো হলো ভালোবাসাবাসি,
ছেড়ে দাও, এবার তবে আসি !
মেঘের দিনে যে ক্ষণে সবুজ ছিল বাতাস,
মরুভুমির চোরাবালিতে রুদ্ধ সে নিঃশ্বাস |
যে আদরে কখনও ছিল সর্বনাশের ছোঁয়া,
কবিতা হয়ে ফুরিয়ে গেছে অশরীরী কায়া |
আলো জুড়ে, তোমার ছটা,
দিনের কোলে, স্মৃতির ছায়া;
মনের ভাঁজে, তোমার গন্ধ ভাসে |
থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |
যে হাতে, ছন্দ সাথে, পেনের কালি পড়ত,
সেই শিরাতে, কোনো পীড়াতে, নীলে নীল ক্ষত |
দিনের আলোয়, নিজের বড় অচেনা ঠেকে,
রাতের নেশায় ফিরে আসে দংশিত বিবেকে |
অন্ধকারে দৃষ্টি রাখা;
তোমার চোখে আকাশ আঁকা;
সেই আকাশই, জলছবি হয়ে থাকে |
থাক, নেই সে দরকার;
প্রয়োজন নেই আর তোমার |
শেষ এখন যে বন্ধন,
পাতার কবরে হোক ইচ্ছে-রোপন |
অনেক তো হলো ভালোবাসাবাসি,
ছেড়ে দাও, এবার তবে আসি !
No comments:
Post a Comment