Thursday, April 26, 2012

সকালবেলার গান - Song of morning


আমার সকাল উঠলে, পাশবালিশে
রোদের স্রোত...
তোমায় নিয়েই ভাবছি, আবার হব নিখোঁজ |

আমার সকাল উঠলে, পাশবালিশে
রোদের স্রোত...
তোমায় নিয়েই ভাবছি আবার, আমি হব নিখোঁজ |

জীবনের যত, জটিল-কুটিল
মিথ্যেগুলো,
বেডকভারের মসৃণতা পালিয়ে গেল |

মিথ্যেটাকেই শান দিতে,
চমকে ওঠা,
ঘড়ির মুখে মুখাগ্নিতেই শেষ, ভোরটা |

এবার তোমায় ছাড়তে হবে রাজতোরণ,
মিঠে লাগুক রেডিওর কোনো উপস্থাপন,
ভাবনা গুলো যতই করুক অন্তঃক্ষরণ,
প্রলেপ লাগাও, মোমবাতি দিয়ে আস্তরণ !!

দিনমানের সুরটা বাঁধে,
সুর্য লাল,
হলদে হয়ে কাটছে যে তার মায়ার জাল |

পাখির ডাকে মিশেল হত,
মৃদু কল্প,
সেই হাসিটা কনক্রিটে আজ অল্প অল্প !!

কৃষ্ণচুড়ার রাঙা ফুল গুলো ঝড়বে এখন,
দোলার মত সময় নেই, মাতিয়ে মন |
রোমাঞ্চকর কোষগুলোর শেষ অভিযান,
D-Major-এ লিখে ফেললাম সকালবেলার গান |

No comments:

Post a Comment