জীবনের কত এদিক-ওদিক, নুন-আনতে-পান্তা,
কেটে যায় ঠিক দেখতে দেখতে ২৪টা ঘন্টা !
সেলফোনটার আলসেমিতে গীটারের ব্যস্ততা..
জানলাটা এসে একলা বলে হারানো মুখরতা...
চেষ্টা করেছি লিখতে অন্য গান,
পারছিনা তবু বাঁধতে সেই তান...
মনের মাঝে ঢেউ তুলে আসে বান,
ঢেউ-এর জলেও খুঁজছি তোমার নাম..
একলা আমি একলা হচ্ছি, সুমনের গান সাথে,
জীবনমুখী সত্বা নিয়েও, প্রেমিকার হাতে হাতে...
সময়টা বড় বেয়াড়া, সে যে মানছে না কোন রাশ,
মগজে ঘোরে বিস্ফোরণটা, অন্য ক্যালকুলাস !
হচ্ছেনা কিছু, হচ্ছেনা বিষপান..
হচ্ছেনা সেই "অন্য" একটা গান...
সুখ, বড্ড সুখের তিক্তস্নান,
অল্প সুখেই ফুলশয্যায় স্থান !!!
রাজনীতিটা ভালই বুঝি, সবুজ কিংবা লাল,
তবুও গানে তোমায় খুঁজি, দখিন হাওয়ায় পাল...
অকর্মন্য রোগে রুগী, মনখারাপি মন,
সুস্থ হলে "অন্য" গল্প, দিলাম মুক্তিপণ !!
হচ্ছেনা কিছু, হচ্ছেনা বিষপান..
সত্যি-ই, হচ্ছেনা সেই "অন্য" একটা গান...
সুখ, বড্ড সুখের তিক্তস্নান,
একটু সুখেই অনেক সুখের স্থান !!!
চেষ্টা করেছি লিখতে অন্য গান,
পারছিনা তবু বাঁধতে সেই তান...
মনের মাঝে ঢেউ তুলে আসে বান,
ঢেউ-এর জলেও খুঁজছি তোমার নাম..
কেটে যায় ঠিক দেখতে দেখতে ২৪টা ঘন্টা !
সেলফোনটার আলসেমিতে গীটারের ব্যস্ততা..
জানলাটা এসে একলা বলে হারানো মুখরতা...
চেষ্টা করেছি লিখতে অন্য গান,
পারছিনা তবু বাঁধতে সেই তান...
মনের মাঝে ঢেউ তুলে আসে বান,
ঢেউ-এর জলেও খুঁজছি তোমার নাম..
একলা আমি একলা হচ্ছি, সুমনের গান সাথে,
জীবনমুখী সত্বা নিয়েও, প্রেমিকার হাতে হাতে...
সময়টা বড় বেয়াড়া, সে যে মানছে না কোন রাশ,
মগজে ঘোরে বিস্ফোরণটা, অন্য ক্যালকুলাস !
হচ্ছেনা কিছু, হচ্ছেনা বিষপান..
হচ্ছেনা সেই "অন্য" একটা গান...
সুখ, বড্ড সুখের তিক্তস্নান,
অল্প সুখেই ফুলশয্যায় স্থান !!!
রাজনীতিটা ভালই বুঝি, সবুজ কিংবা লাল,
তবুও গানে তোমায় খুঁজি, দখিন হাওয়ায় পাল...
অকর্মন্য রোগে রুগী, মনখারাপি মন,
সুস্থ হলে "অন্য" গল্প, দিলাম মুক্তিপণ !!
হচ্ছেনা কিছু, হচ্ছেনা বিষপান..
সত্যি-ই, হচ্ছেনা সেই "অন্য" একটা গান...
সুখ, বড্ড সুখের তিক্তস্নান,
একটু সুখেই অনেক সুখের স্থান !!!
চেষ্টা করেছি লিখতে অন্য গান,
পারছিনা তবু বাঁধতে সেই তান...
মনের মাঝে ঢেউ তুলে আসে বান,
ঢেউ-এর জলেও খুঁজছি তোমার নাম..
No comments:
Post a Comment