মাঝে মাঝে কপালে ফোঁটা ফোঁটা ঘাম,
মন-জুড়োনো দখিনা-বাতাস,
হৃদয়ের ডানা মেলা ফুরফুরে আবহাওয়া,
প্রেমে ভেসে যাওয়ার তীব্র আহ্বান।
স্বাগত প্রিয় ঋতু, বসন্ত...
মন-জুড়োনো দখিনা-বাতাস,
হৃদয়ের ডানা মেলা ফুরফুরে আবহাওয়া,
প্রেমে ভেসে যাওয়ার তীব্র আহ্বান।
স্বাগত প্রিয় ঋতু, বসন্ত...
No comments:
Post a Comment