মাঝে মাঝে মন মাঝরাতে,
ঠিক দেখে ফেলে নিজেকে...
যতই বন্দী রাখতে চাই,
চেনা চেনা মুখোশের আড়ালকে...
যত দূরে গেছি তোর থেকে,
ঘর বেঁধেছিস এই বুকে..
তোকে হারিয়ে ফেলতে চেয়েও,
এসে দাঁড়াই সাঁঝবাতির চৌকাঠে...
আয়নার মুখোমুখি না-দাঁড়ানোটা আজ অভ্যেস,
ইচ্ছেগুলো শুধু ফেলে গেছে তাদের অবশেষ !
খেয়াল রাখিনি আমি...
আদরে আর চুপকথায়,
তুই থাকবি মনখেয়ায় !
চেনা কোন উষ্ণতায়,
কিংবা আলতো স্নিগ্ধতায় !
ঠিক দেখে ফেলে নিজেকে...
যতই বন্দী রাখতে চাই,
চেনা চেনা মুখোশের আড়ালকে...
যত দূরে গেছি তোর থেকে,
ঘর বেঁধেছিস এই বুকে..
তোকে হারিয়ে ফেলতে চেয়েও,
এসে দাঁড়াই সাঁঝবাতির চৌকাঠে...
আয়নার মুখোমুখি না-দাঁড়ানোটা আজ অভ্যেস,
ইচ্ছেগুলো শুধু ফেলে গেছে তাদের অবশেষ !
খেয়াল রাখিনি আমি...
আদরে আর চুপকথায়,
তুই থাকবি মনখেয়ায় !
চেনা কোন উষ্ণতায়,
কিংবা আলতো স্নিগ্ধতায় !
No comments:
Post a Comment