Friday, June 23, 2017

অন্তরালে - Behind the scene

বিছানা-বালিশ-আদর ছাড়তে দিওনা আমায়,
টেবিল ফ্যানের শান্ত হাওয়া ভীষণ ক্লান্তিময়।
যেমন ক্লান্তি ভালোবাসায় পঁচিশ বছরে আসে,
দায়িত্বরাই পড়ে থাকে প্রেমের অবশেষে।
সংসার শুধু বাজার-করা, রান্না-অফিস পংক্তি,
প্রয়োজনহীন মৌনতার নিয়ম থাকে কয়েকটি।
নিয়ম-হিসেব মিলেমিশে বদ্ধ ঘরের প্রান্তর,
পরবর্তী প্রজন্মেও প্রভাব পড়ে মন্থর।
সময় আর দূরত্ব একদিন ছাড়ে বাড়িঘর,
জীবনের ডাকে ঠিকই দূরে সরে যায় সহোদর।
স্কুলপথে যাওয়া ছোট্ট হাত - এখন ভীষণ স্বাধীন,
আঙুলের ফাঁকে পেতে চায় বেমানান নোট রাতদিন।
বাস্তবের এই বাস্তবায়ন অসহ্য লাগে খুব,
মুক্তিবিহীন ধন্দের পঙ্কিল প্রতিরূপ।

No comments:

Post a Comment