Austin, Texas, 18-Jun-2018, 2:17 AM
দুঃখ তখন বৃষ্টি ফোঁটায়, খুব ক'রে মেঘ ঈশান কোণে,
বাদল ঘনায় মনের কনায়, তবুও যেন কেউ না জানে।
সবাই কেমন বহিরাগত, ভিতরপানে চায় না কেউ,
মনেই গড়া মস্ত দেওয়াল, আটকে দিচ্ছে সুজনকেও।
বয়স হওয়ার অধীর ভারে চুঁইয়ে পড়ছে বিষন্নতা,
কাছের মানুষ, দূরের মানুষ - ভীষণরকম একাত্মতা।
মনের সাথে একলা থাকার এই আদুরে গল্পখানি,
মেঘলা হাওয়ার স্পর্শ লেগে একটুমতো অভিমানী।
No comments:
Post a Comment