Boston, 29-Oct-2017, 2:15 AM
আশার ডালি শূন্য যখন
তোমার সাথে দেখা,
ঝাপসা কাঁচের স্তর পেরিয়ে
সজল সীমারেখা।
কথার পিছে কথার খেলা,
ভাবের ঘরবাড়ি,
সম্পর্কের সংজ্ঞা বানায়
বিমূর্ততার সারি।
মানুষ খানিক জটিল ভালো ,
নিজের পরিপূরক,
বুঝবে যে জন বদলানোটাই,
শুধুমাত্র ধ্রুবক।
দৃষ্টি তোমার এরকমটাই,
ভীষণ কাছাকাছি।
তবু কেন যে তোমার মন
হতে চায় না রাজি!
বুকের মাঝে অশ্রু ক্ষরণ,
মনখারাপি সময়।
রাখতে হলে হৃদয়ে রেখো,
হাতের পরে' নয়।
No comments:
Post a Comment