Boston, 06-Jan-2017, 01:20 PM
একটা দুটো পায়ের ছাপ ফেলে,
এগিয়ে যাও সকাল স্নিগ্ধ ক'রে,
খুব চেনা এক গন্ধ মেদুর গায়ের,
পড়ে থাকে তোমার পথের 'পরে।
চোখখানিতে সুপ্ত কথা আঁকা,
চারপাশেতে কাজলকালো সাজ।
সেই আঁখিতে চশমা ঠিক করে
কেমন হবে তোমার মনমেজাজ।
হারমোনিয়াম খয়েরি সুর ধরে,
তোমার কণ্ঠে শাস্ত্রীয় কল্লোল।
বেহাগ যখন শুদ্ধ গা-তে আসে,
আমার মনে রক্তিম হিল্লোল।
নীল শাড়িতে এক আকাশ তুমি,
লাল সালোয়ার মাতাল করা রূপে,
সকাল-সন্ধ্যে তোমায় আমি চিনি
কপাল জুড়ে ছোট্ট কালো টিপে।
মঞ্চে তুমি নতুন মানুষ গড়ো,
'নন্দিনী'কে নিজের করে শেখা,
হাততালিরা থামলে পরে, এসো;
গ্রীনরুমের পাশেই পাবে দেখা।
এভাবে ঠিক ফিরেই আসো তুমি,
প্রত্যেকদিন নতুন নতুন করে,
ওদের কাছে হারিয়ে যাই আমি,
বসত করি দিকশূন্যপুরে।
একটা দুটো পায়ের ছাপ ফেলে,
এগিয়ে যাও সকাল স্নিগ্ধ ক'রে,
খুব চেনা এক গন্ধ মেদুর গায়ের,
পড়ে থাকে তোমার পথের 'পরে।
চোখখানিতে সুপ্ত কথা আঁকা,
চারপাশেতে কাজলকালো সাজ।
সেই আঁখিতে চশমা ঠিক করে
কেমন হবে তোমার মনমেজাজ।
হারমোনিয়াম খয়েরি সুর ধরে,
তোমার কণ্ঠে শাস্ত্রীয় কল্লোল।
বেহাগ যখন শুদ্ধ গা-তে আসে,
আমার মনে রক্তিম হিল্লোল।
নীল শাড়িতে এক আকাশ তুমি,
লাল সালোয়ার মাতাল করা রূপে,
সকাল-সন্ধ্যে তোমায় আমি চিনি
কপাল জুড়ে ছোট্ট কালো টিপে।
মঞ্চে তুমি নতুন মানুষ গড়ো,
'নন্দিনী'কে নিজের করে শেখা,
হাততালিরা থামলে পরে, এসো;
গ্রীনরুমের পাশেই পাবে দেখা।
এভাবে ঠিক ফিরেই আসো তুমি,
প্রত্যেকদিন নতুন নতুন করে,
ওদের কাছে হারিয়ে যাই আমি,
বসত করি দিকশূন্যপুরে।
No comments:
Post a Comment