Boston, 28-Jan-2017, 1:50 AM
ধূসর আলোয় ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে ব্যস্ততা,
একটা কোণে বাক্সে রাখা ভুলতে বসা তিক্ততা।
এমন করে যাবে জানি, ক্যালেন্ডারে দিন গুনি,
উজান মেঘে বৃষ্টি হয়ে, কেটে যাবে শূন্যতা।
কিন্তু এখন রাত কাটে না মন খারাপের সঙ্গতে,
পেনের কালি আমার সাথে আসর বসায় শেষটাতে,
একটি মেয়ের প্রতিচ্ছবি, রুকসানা বা জাহ্নবী,
আদর দিয়ে ফুটিয়ে তুলি আমার লেখা গল্পতে।
চোখ ভেঙে যে নিদ্রা আসে, গল্প থামে ঠিক তখন,
বিজলি বাতি কাঁদতে থাকে একলা আরো কিছুক্ষন।
চারিদিকে স্তব্ধতা, হারিয়ে যাওয়া মুগ্ধতা।
আরামদায়ক এই সময়ের আরেকটা নাম নির্বাসন।
ধূসর আলোয় ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে ব্যস্ততা,
একটা কোণে বাক্সে রাখা ভুলতে বসা তিক্ততা।
এমন করে যাবে জানি, ক্যালেন্ডারে দিন গুনি,
উজান মেঘে বৃষ্টি হয়ে, কেটে যাবে শূন্যতা।
কিন্তু এখন রাত কাটে না মন খারাপের সঙ্গতে,
পেনের কালি আমার সাথে আসর বসায় শেষটাতে,
একটি মেয়ের প্রতিচ্ছবি, রুকসানা বা জাহ্নবী,
আদর দিয়ে ফুটিয়ে তুলি আমার লেখা গল্পতে।
চোখ ভেঙে যে নিদ্রা আসে, গল্প থামে ঠিক তখন,
বিজলি বাতি কাঁদতে থাকে একলা আরো কিছুক্ষন।
চারিদিকে স্তব্ধতা, হারিয়ে যাওয়া মুগ্ধতা।
আরামদায়ক এই সময়ের আরেকটা নাম নির্বাসন।
No comments:
Post a Comment