Boston, 12-Nov-2017, 3:19 AM
একলা বিকেলের সূর্য ছুঁলো
মন কেমনের বাঁক।
জানলা বেয়ে শীতল রোদে
স্মৃতির অভিঘাত।
নিজের সাথে নিজের লড়াই,
নিজের স্বার্থ ত্যাগের বড়াই,
দুঃখসারি পার করে দেয়
নিজের সান্তনা-ই।
হলদে ডায়রির কবিতারা,
ঘরের সন্ধান চায়।
প্রথম পাতায় তোমার লেখা
ভীষণ যন্ত্রনায়।
হঠাৎ হাওয়ায় শব্দবন্ধ
নতুন দিশা পায়।
ফেলে আসা ছায়ার ছবি
ধূসর কল্পনায়।
অতীতের বাইপাস পেরিয়ে,
সুমনের গান সাথে নিয়ে,
আমার প্রিয় কলকাতারই
কাছে ফিরে যাই।
সন্ধ্যে নামে শহর জুড়ে,
যানবাহনের ভিড়।
প্রেমের শেষে আমরা সবাই
শুধুই পৃথিবীর।
একলা বিকেলের সূর্য ছুঁলো
মন কেমনের বাঁক।
জানলা বেয়ে শীতল রোদে
স্মৃতির অভিঘাত।
নিজের সাথে নিজের লড়াই,
নিজের স্বার্থ ত্যাগের বড়াই,
দুঃখসারি পার করে দেয়
নিজের সান্তনা-ই।
হলদে ডায়রির কবিতারা,
ঘরের সন্ধান চায়।
প্রথম পাতায় তোমার লেখা
ভীষণ যন্ত্রনায়।
হঠাৎ হাওয়ায় শব্দবন্ধ
নতুন দিশা পায়।
ফেলে আসা ছায়ার ছবি
ধূসর কল্পনায়।
অতীতের বাইপাস পেরিয়ে,
সুমনের গান সাথে নিয়ে,
আমার প্রিয় কলকাতারই
কাছে ফিরে যাই।
সন্ধ্যে নামে শহর জুড়ে,
যানবাহনের ভিড়।
প্রেমের শেষে আমরা সবাই
শুধুই পৃথিবীর।
No comments:
Post a Comment