Friday, March 24, 2017

ইন্টেলেকচুয়াল - Intellectual (খুচরো দর্শন)

Boston, 24-Mar-2017, 10:38 PM

দিন গেলে ভাই তোমার জীবন
ছাপোষা চার দেওয়াল।
আমার ভোরে দুধ-চা-ও নাকি,
ইন্টেলেকচুয়াল।

তোমার সমাজ, আমরা বাদ,
সমাজবাদী তত্ত্ব।
দাস ক্যাপিটাল আমার ঘরে -
দেখনদারি মস্ত।

তোমার কোনো বারণ নেই,
পৈতে-আংটি পড়ায়।
আমিই খালি কনভিকটেড,
বিমানযাত্রা করায়।

কিওরোস্তামী মানুষ-ঘেঁষা,
চেরির মতো স্বাদ।
আমি শুধু মজিদ দেখলে -
আভিজাত্যবাদ।

তোমার ফোনে ইংরেজি গান -
ট্রেন্ডি নাকি খুব।
আমার কোহেন গাইতে এলে -
বুদ্ধিজীবী ভূত।

তোমার কবি ছন্দ ছাড়া -
রিয়েলিটির পাতা।
আমার খাতা, দু'কলমেই
এলিট এবং সস্তা।

তোমার হয়তো সাউথ পয়েন্ট
কিংবা কোনো সেন্ট।
বাংলা মিডিয়াম নিয়ে,
বক্র বাক্যভেদ।

এসব করে তুমি যখন,
নিজের কাছেই গোলাম,
আমি তখন দৃষ্টিভঙ্গি
পাল্টে নিচ্ছিলাম।

No comments:

Post a Comment