Boston, 09-May-2017, 01:59 AM
তোর পায়েতে নূপুর ছিল
ঝর্ণাঝরা শব্দ হতো।
মনের মাঝে গল্প ছিল ,
কলকাতাকে আকাশ করে,
নন্দনে খুব ভিড় করে।
কিছু শেষের নাম ছিল না,
কবিতা তবু গান ছিল,
উপন্যাসের ভুল ছিল।
আমি ছিলাম, তুই ছিলি,
দর্শনে খুব মিল ছিল,
অপেক্ষমান দিন ছিল,
রাত্তিরে ওই অন্ধ-আকাশ
তারা গোনা শিখছিল।
ডিসেম্বরে আর শীত থাকে না,
আশার মাঝে কুয়াশা হয়,
দিনকে দিন অবক্ষয়।
আবেগের তবু স্থান ছিল,
ফ্যাকাশে হোক, লাল ছিল,
সে হয়তো তুই ছিলি না,
তোর কোনো এক রং ছিল।
তোর পায়েতে নূপুর ছিল
ঝর্ণাঝরা শব্দ হতো।
মনের মাঝে গল্প ছিল ,
কলকাতাকে আকাশ করে,
নন্দনে খুব ভিড় করে।
কিছু শেষের নাম ছিল না,
কবিতা তবু গান ছিল,
উপন্যাসের ভুল ছিল।
আমি ছিলাম, তুই ছিলি,
দর্শনে খুব মিল ছিল,
অপেক্ষমান দিন ছিল,
রাত্তিরে ওই অন্ধ-আকাশ
তারা গোনা শিখছিল।
ডিসেম্বরে আর শীত থাকে না,
আশার মাঝে কুয়াশা হয়,
দিনকে দিন অবক্ষয়।
আবেগের তবু স্থান ছিল,
ফ্যাকাশে হোক, লাল ছিল,
সে হয়তো তুই ছিলি না,
তোর কোনো এক রং ছিল।
No comments:
Post a Comment