Boston, 11-Aug-2017, 2:03 AM
তোমার অমন চুপটি করে আসা,
উজান মনে নিবিড় ভালোবাসা।
তোমার অমন মিষ্টি করে ডাক,
ভুলিয়ে দেয় সমস্ত বিভ্রাট।
তোমার আমার সরব অঙ্গীকার,
জীবনতরী একসাথে বাইবার।
তুমি যখন ব্যস্ত নিজের গানে,
আমার গিটার থাকবে সুরে-তানে।
শুরু হোক এই অজানা পথ চলা,
নতুন করে স্বপ্নের ডানা মেলা।
No comments:
Post a Comment