Tuesday, June 20, 2017

গানে একদিন - Day in Songs

সকালে উঠতেই "ভোরের কুয়াশা" ঘুমের ঘোর কাটিয়ে দিল, যদিও জানালার বাইরে কুয়াশা ছিল না। এর বেশ কিছুটা পরে, অফিসে যখন git-এর branch manage করতে করতে আমি নাজেহাল, তখন হঠাৎই "দুপুরের খামোকা খেয়াল" মাথায় এলো। কয়েক ঘন্টা বাদে অফিস থেকে বেরিয়ে, ট্রেনের পর যখন বাসের দিকে এগোচ্ছি, শুনতে পেলাম কেউ গাইছে, "বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়।" এখন রাতের আকাশ বেশ পরিষ্কার, তাই সেখানে চলছে "আমার ভিনদেশি তারা"-দের আনাগোনা। চাঁদটাকে যদিও দেখতে পাচ্ছি না, হয়তো "চন্দ্রবিন্দু"-র আকার নিয়ে কোথাও লুকিয়ে রয়েছে।

No comments:

Post a Comment