Saturday, April 28, 2012

জীবন নাকি অঙ্ক!! - Life as Mathematics!!

একটা অঙ্ক করতে করতে হঠাৎ একটা হোঁচট,
সঙ্গে সঙ্গে বইয়ের পাতা হাতরাই,
একটা ফর্মুলা খুঁজে পাই,
ব্যাস কেল্লাফতে !
আমি নাকি অঙ্ক শিখে ফেললাম...

লোকে বলে, অঙ্কটা নাকি বুদ্ধিমানদের জমিদারি,
তাহলে আমি বেশ Intellectual,
যেখানে সবার অবস্থা বেহাল,
সেখানে দেখছি আমার চোখ-রাঙানি !
আমি এখন বুদ্ধিজীবি হওয়া শিখলাম...

ছোটবেলা দিদা বলতো জীবন নাকি অঙ্ক,
আমি তো রাজা সে সমাধানে,
এবার কে আটকাবে আমায় কে জানে,
জীবনে না চাই কারো সঙ্গ,
জীবনমুখীর সংজ্ঞা কোথায় জানতে চাইলাম !

শৌখিনতায় লনে চমক দেবে মার্সিডিজ,
ঠান্ডা বাতাস প্রত্যেক ঘরে ঘরে,
প্রেমের উত্তাপে থাকবে মন ভরে,
খাবার টেবিলে রংবাহারী সসেজ,
বিলাসকেই তো জীবন বলে জানলাম...

সময় যখন ভীসনভাবে একপেশে,
লুটে নিই সুযোগের ফায়দা,
Popularity-র একটুখানি কায়দা,
নিরপেক্ষতা বড্ড সর্বনেশে,
Class-Struggle-এ "জিতবো" বলেই লড়লাম...

আকাশে হঠাৎ অন্য মেঘের রেখা,
আসতে পারে অন্যরকম ঢেউ,
অঙ্ক বলে পাশে থাকবে না কেউ,
ঋণাত্বক ছোটবেলাতেই শেখা,
পাল্টে গিয়ে অন্য পথে চললাম...

হঠাৎ আবার সিঁদুরে মেঘ ঝরে,
ফর্মুলার নেই কান্ডজ্ঞান,
জীবন সেখানে বড় বেমানান,
জীবনে যে নাটক করে,
তাকেই আমি Actor নাম দিলাম...

অঙ্ক চলে আপন মনে নিজের ধাঁধায়,
জটিলতারও সরলীকরণ হয়,
জীবন ঠিক উল্টো খোঁজ পায়,
সহজকে বাঁধে জটিল কোনো বাঁধায়,
জীবনে জুড়ে নতুন অঙ্ক করলাম...

বন্ধু - Friend

ঘরের বাইরে অন্ধকার রেলিংটা,
একটা নাম-না-জানা-পাখি,
অসময়ে মন-বেবাগী,
অজান্তেই ভিড়লো খেয়ালটা !

যদি মুছে যায় দুরন্ত সময়,
থমকায় আজকের কাঁটা,
থাকে সবুজে আঁকা পাতা,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

হাতে রঙিন বিলাস ধরা পড়ুক,
তবু চোখে ঘনায় কালোছায়া,
সবই ধুসর মনে মায়া,
স্মৃতিরা পিছুটানে বেঁচে থাকুক..

কিছু বাঁধভাঙ্গা উদ্দীপনা,
তারই মাঝে কিছু হারানো কবি,
আর ফেলে আসা ছায়াছবি,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

বন্ধু কাছে এস,
থেকে দূরের দেশেও,
ঠিক আগের মতই,
তুমি ভালোবেসো !

বন্ধু দেখো ফিরে,
থাকো যতই দূরে,
বুকে সুরটা নিয়ে,
জানি ফিরবে ছেড়ে !

ওই দেখো পুবের দিকে চেয়ে,
কি অমলিন সুবাতাস,
ও যে তোমারই পূর্বাভাস,
জানি আসবে তুমি সব সয়ে !

এই গানটা তোমায় কখনও,
দেবে আমাদের সন্ধান,
বন্ধুত্বের কলতান,
মনে পড়বে কি তোমার ?

বন্ধু কাছে এস,
থেকে দূরের দেশেও,
ঠিক আগের মতই,
তুমি ভালোবেসো !

বন্ধু দেখো ফিরে,
থাকো যতই দূরে,
বুকে সুরটা নিয়ে,
জানি ফিরবে ছেড়ে !

বন্ধু, অপেক্ষাকে তোমার জন্য ভরসা দিলাম...
বন্ধু, ভরসাটাকে নীল আকাশে মিলিয়ে দিলাম...
বন্ধু, খেয়াল রেখো, আকাশ আছে তোমার কাছেও...
বলবে কথা আমার হয়ে একটু হলেও...

Thursday, April 26, 2012

সকালবেলার গান - Song of morning


আমার সকাল উঠলে, পাশবালিশে
রোদের স্রোত...
তোমায় নিয়েই ভাবছি, আবার হব নিখোঁজ |

আমার সকাল উঠলে, পাশবালিশে
রোদের স্রোত...
তোমায় নিয়েই ভাবছি আবার, আমি হব নিখোঁজ |

জীবনের যত, জটিল-কুটিল
মিথ্যেগুলো,
বেডকভারের মসৃণতা পালিয়ে গেল |

মিথ্যেটাকেই শান দিতে,
চমকে ওঠা,
ঘড়ির মুখে মুখাগ্নিতেই শেষ, ভোরটা |

এবার তোমায় ছাড়তে হবে রাজতোরণ,
মিঠে লাগুক রেডিওর কোনো উপস্থাপন,
ভাবনা গুলো যতই করুক অন্তঃক্ষরণ,
প্রলেপ লাগাও, মোমবাতি দিয়ে আস্তরণ !!

দিনমানের সুরটা বাঁধে,
সুর্য লাল,
হলদে হয়ে কাটছে যে তার মায়ার জাল |

পাখির ডাকে মিশেল হত,
মৃদু কল্প,
সেই হাসিটা কনক্রিটে আজ অল্প অল্প !!

কৃষ্ণচুড়ার রাঙা ফুল গুলো ঝড়বে এখন,
দোলার মত সময় নেই, মাতিয়ে মন |
রোমাঞ্চকর কোষগুলোর শেষ অভিযান,
D-Major-এ লিখে ফেললাম সকালবেলার গান |

Tuesday, April 24, 2012

তুমি বিপ্লব-ও হতে পারো - You might be revolution

জীবনের কত এদিক-ওদিক, নুন-আনতে-পান্তা,
কেটে যায় ঠিক দেখতে দেখতে ২৪টা ঘন্টা !

সেলফোনটার আলসেমিতে গীটারের ব্যস্ততা..
জানলাটা এসে একলা বলে হারানো মুখরতা...

চেষ্টা করেছি লিখতে অন্য গান,
পারছিনা তবু বাঁধতে সেই তান...
মনের মাঝে ঢেউ তুলে আসে বান,
ঢেউ-এর জলেও খুঁজছি তোমার নাম..

একলা আমি একলা হচ্ছি, সুমনের গান সাথে,
জীবনমুখী সত্বা নিয়েও, প্রেমিকার হাতে হাতে...

সময়টা বড় বেয়াড়া, সে যে মানছে না কোন রাশ,
মগজে ঘোরে বিস্ফোরণটা, অন্য ক্যালকুলাস !

হচ্ছেনা কিছু, হচ্ছেনা বিষপান..
হচ্ছেনা সেই "অন্য" একটা গান...
সুখ, বড্ড সুখের তিক্তস্নান,
অল্প সুখেই ফুলশয্যায় স্থান !!!

রাজনীতিটা ভালই বুঝি, সবুজ কিংবা লাল,
তবুও গানে তোমায় খুঁজি, দখিন হাওয়ায় পাল...

অকর্মন্য রোগে রুগী, মনখারাপি মন,
সুস্থ হলে "অন্য" গল্প, দিলাম মুক্তিপণ !!

হচ্ছেনা কিছু, হচ্ছেনা বিষপান..
সত্যি-ই, হচ্ছেনা সেই "অন্য" একটা গান...
সুখ, বড্ড সুখের তিক্তস্নান,
একটু সুখেই অনেক সুখের স্থান !!!

চেষ্টা করেছি লিখতে অন্য গান,
পারছিনা তবু বাঁধতে সেই তান...
মনের মাঝে ঢেউ তুলে আসে বান,
ঢেউ-এর জলেও খুঁজছি তোমার নাম..

Saturday, April 21, 2012

আমার কবিতা - My poems

কবিতা মানেই আমার কাছে ছন্দ,
সে ছন্দ শব্দে হোক বা মননে,
ভাবনায় হোক বা জীবনে !
সে যেন আবেগকে কাছে টানে...

আমার কবিতা তুমি পছন্দ করতে পারো,
কিংবা করতে পারো উপেক্ষা,
কে চায় তোমার প্রশংসা-ভিক্ষা !
কবিতা লিখে নিজেকে তো দিই শিক্ষা !!!

সেই শিক্ষার আবার করবে তুমি বিচার,
তোমার ঘাড়ে আছে কটা মাথা,
শিক্ষার আবার কাব্য-উৎকৃষ্টতা !
প্রলাপ বোকো না, সেটা ধৃষ্টতা !!

কবিতার সাথে Conspiracy-তে সময়কে যখন খাচ্ছি,
মগজে মিলেছে Poetic License,
হৃদয়ে আছে আবেগের ভাবাবেশ,
তাই দিয়েই হার্ড-ডিস্কটা করছি শেষ...

আমাকে চিনতে গেলে কবিতাগুলোও চাই,
নিজের জন্য কবিতা লিখি,
নিজেকে আমি দিইনা ফাঁকি,
তোমার কথাও ভেবে দেখি...

কিন্তু যদি আমার সাথে থাকো তুমি!

Friday, April 20, 2012

আদরে আর চুপকথায় - In love and whispers

মাঝে মাঝে মন মাঝরাতে,
ঠিক দেখে ফেলে নিজেকে...
যতই বন্দী রাখতে চাই,
চেনা চেনা মুখোশের আড়ালকে...

যত দূরে গেছি তোর থেকে,
ঘর বেঁধেছিস এই বুকে..
তোকে হারিয়ে ফেলতে চেয়েও,
এসে দাঁড়াই সাঁঝবাতির চৌকাঠে...

আয়নার মুখোমুখি না-দাঁড়ানোটা আজ অভ্যেস,
ইচ্ছেগুলো শুধু ফেলে গেছে তাদের অবশেষ !
খেয়াল রাখিনি আমি...

আদরে আর চুপকথায়,
তুই থাকবি মনখেয়ায় !
চেনা কোন উষ্ণতায়,
কিংবা আলতো স্নিগ্ধতায় !