প্রথমে সঞ্চারীকে একদমই ভালো লাগেনি। কারণ ওকে বুঝতেই পারতাম না। এমনভাবে নিজেকে গোপন করে রাখতো, যে চিনতে পারতাম না। তার থেকে বরং অন্তরাকে বেশি পছন্দ ছিল। কিন্তু যেদিন "যখন পড়বে না মোর" আর "এমন দিনে তারে"-টা মন দিয়ে শুনলাম, সেদিন থেকেই সঞ্চারীর প্রেমে পড়া শুরু। সঞ্চারীর প্রতি যে রবিবাবু একজন পক্ষপাতদুষ্ট অভিভাবকের কাজ করেছেন, সেটা বলতে দ্বিধা নেই। সঞ্চারীকে তিনি একটু বেশি আদর দিয়েছেন। সঞ্চারীতে এসেই ওনার বেশিরভাগ গানে কথা ও সুর অন্য মোচড় নেয়। সঞ্চারী তাই হয়ে ওঠে একটা pleasant surprise. অন্তরাকে স্থায়ীর extension মনে হয়, আভোগও অনেকসময়ই অন্তরার বশবর্তী বা অনুপস্থিত। এদের মধ্যে থেকে আলাদা হয়ে সঞ্চারীই স্বতন্ত্র এবং নিজমহিমায় সুন্দরী হয়ে ওঠে।
No comments:
Post a Comment