Saturday, February 18, 2012

এলোমেলো "মিল" - Scattered Similarity

আবেশে মাখানো ভাল লাগে নীল,
তোমাতে-আমাতে ছিল না তো মিল |

তবু সব কবিতায় অবিশ্বাস্য তুমি,
আঁতেল হয়েও তোমার অনুগামী |

আমি তো ভালোবাসিনা সাগর,
নীলের মধ্যে অজানা এক জোর !

তুমিও কি সেই একইরকম নীল?
সাগরকেও তো বলেছি অশ্লীল |

নিজের দায়ে চাইতে পাইনি উপরে,
নিজের ভুল যাতে কেউ না ধরে !

একাধারে সাগর, তাতে মিশে যাওয়া নীল,
পাহাড়ে-আকাশে শুধুই যে মিল |

Wednesday, February 15, 2012

Inability to love gives as much pain as of not getting your love - Quotes by Soham

ভালবাসা না পাওয়ার থেকে ভালোবাসতে না পারার কষ্টটা কম কিছু নয়...

Inability to love gives as much pain as of not getting your love.

Friday, February 10, 2012

ক্লিশে - Cliche

View on Facebook : Click Here


ফিকে হয়ে যাওয়া কিছু আধো-ইচ্ছেরা,
ভোর-রাতে ডেকে যাওয়া পাখিদের গাছেরা,
আলস্যের পীড়নে সয়ে যাওয়া হৃদয়েরা,
গেয়ে যায় মন-খারাপের গান |

সুযোগের অভাবে নষ্ট কিছু চিন্তা,
মিছিমিছি Surfing-e কেটে যাওয়া দিনটা,
আর পড়ে থাকা Day-dream-Loan-টা,
বলে যায় বড় হলি না তুই |

Rebeca - Annual Cultural Fest of BESU

শীতের রং ধুসর হয়ে আবছায়া-মলিন,
ফিরে আসছে রাত্জাগানো রেবেকা, রঙীন |

বসন্তের প্রথম ছোঁয়ায় সবুজের বিশ্বাস,
সারাবছরের স্বপ্নেরা সব পাচ্ছে আশ্বাস |

ধুলো-সরানো তালা-চাবি |
Union Room-এ আসার ছবি |
ভোরের রাতে পাখিদের ডাক,
কাজের মাঝে নেই একটুও ফাঁক |
টাওয়ার ক্লকে রাত দেড়টা,
সিগারেটের শেষ টানটা |

মন-মাতানো, হৃদ-রাঙানো, রেবেকা |

চাঁদের বাড়ির ইচ্ছেরা সব দিয়েছে রওনা |
কাঁচা-মিঠে বাসনারা যেন মেলছে ডানা |

গীটার-কীবোর্ড Jamming Session, ইচ্ছের মুক্তি |
শিকল ভেঙে রং ছড়ায়, আলতো-অনুভুতি|

আবার একবার দুর্গাপুজো |
চারদিকে রব সাজসাজ |
সপ্তমীতে Classical Song,
অষ্টমীতে Kolkata, Bong |
নবমীতে Rock-এর দোলা,
Mumbai হয়ে বিদায়-বেলা |

দশমী-শেষে, এই কটাদিন, রেবেকা |

Thursday, February 09, 2012

বসন্ত - Spring

মাঝে মাঝে কপালে ফোঁটা ফোঁটা ঘাম,
মন-জুড়োনো দখিনা-বাতাস,
হৃদয়ের ডানা মেলা ফুরফুরে আবহাওয়া,
প্রেমে ভেসে যাওয়ার তীব্র আহ্বান।

স্বাগত প্রিয় ঋতু, বসন্ত...