গতকাল ছিল সুরে মিশে থাকা দিনের পরে রাত,
নীলাকাশ মেখে পরদেশে পাওয়া ক্ষনিকের সাক্ষাৎ।
গতকাল ছিল অন্ধকারের মধ্যিখানেই আলো,
নতুন কথায় জি মেজরের বৃষ্টি পড়ছিল।
গতকাল আমি ভুলে গেছিলাম প্রবাসের সংগ্রাম,
বোকাবাক্সকে একটুখানি বদলে নিয়েছিলাম।
গতকাল ছিল নতুন বছর আসার উত্তেজনা,
আকর্ষণের শহরটাকে দূর থেকে যায় চেনা।
বালুকারা সব বালিঘড়িতে একেলাই অসহায়,
গতকালগুলো সময় পেলে কবিতা হয়ে যায়।
নীলাকাশ মেখে পরদেশে পাওয়া ক্ষনিকের সাক্ষাৎ।
গতকাল ছিল অন্ধকারের মধ্যিখানেই আলো,
নতুন কথায় জি মেজরের বৃষ্টি পড়ছিল।
গতকাল আমি ভুলে গেছিলাম প্রবাসের সংগ্রাম,
বোকাবাক্সকে একটুখানি বদলে নিয়েছিলাম।
গতকাল ছিল নতুন বছর আসার উত্তেজনা,
আকর্ষণের শহরটাকে দূর থেকে যায় চেনা।
বালুকারা সব বালিঘড়িতে একেলাই অসহায়,
গতকালগুলো সময় পেলে কবিতা হয়ে যায়।
No comments:
Post a Comment