25th Dec'14 10:05 P.M, Edmonton, Canada
ভালো হওয়াটা খুব চাপের না?
চাপের? হয়ত তাই !
কিংবা নয়? সবার কাছে যে নয় ।
ভালো হওয়ার জার্নি-টা যে বড়ই নেশাতুর,
সেই নেশা অন্তিম ফলাফলের থেকেও তীব্র ।
সে নেশা তো সকলের হয় না।
কিন্তু যাদের হয় এই ব্যাধি,
তাদের যে তা জীবনসঙ্গী !
এই ব্যাধির তেজ আবার
কোনো জগত মানে না ।
একটা মন-খারাপ
চারপাশের সকলকে অতি নিভৃতে আঁকড়ে ধরে ।
কল্পনা-বাস্তব সব একাকার করে ফেলে'
এক কৃত্তিম জগত তৈরী করে;
সেই দুনিয়ায় শুধু তাদের একচেটিয়া অধিকার,
যারা ওই ব্যাধির আপাত নিস্পৃহ তেজে পুড়ে ছারখার হয় ।
কোনো সঙ্গীর উপস্থিতি
সেখানে সম্ভব হয়ে ওঠে না।
ভালো হওয়াটা খুব চাপের না?
চাপের? হয়ত তাই !
কিংবা নয়? সবার কাছে যে নয় ।
ভালো হওয়ার জার্নি-টা যে বড়ই নেশাতুর,
সেই নেশা অন্তিম ফলাফলের থেকেও তীব্র ।
সে নেশা তো সকলের হয় না।
কিন্তু যাদের হয় এই ব্যাধি,
তাদের যে তা জীবনসঙ্গী !
এই ব্যাধির তেজ আবার
কোনো জগত মানে না ।
একটা মন-খারাপ
চারপাশের সকলকে অতি নিভৃতে আঁকড়ে ধরে ।
কল্পনা-বাস্তব সব একাকার করে ফেলে'
এক কৃত্তিম জগত তৈরী করে;
সেই দুনিয়ায় শুধু তাদের একচেটিয়া অধিকার,
যারা ওই ব্যাধির আপাত নিস্পৃহ তেজে পুড়ে ছারখার হয় ।
কোনো সঙ্গীর উপস্থিতি
সেখানে সম্ভব হয়ে ওঠে না।
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteধন্যবাদ ! এরকম বিস্তৃত এক মতামতের জন্য।
Delete